মঙ্গলবার ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
সিলভার ডেভেলপার্স, কুমিল্লার কাগজ ও বিবেকের উদ্যোগে সংবর্ধনা
কুমিল্লায় আজ উৎসবে মাতবেন দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী
মাসুদ পারভেজ।।
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৪২ এএম |





কুমিল্লায় আজ উৎসবে মাতবেন দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী কুমিল্লায় আজ মেলা বসছে জিপিএ-৫ প্রাপ্তদের মেধাবী শিক্ষার্থীদের। কুমিল্লা টাউন হল মাঠে জমকালো আয়োজনে উৎসবে মাতবেন দুই সহস্রাধিক কৃতী শিক্ষার্থী। কুমিল্লার স্বনামধন্য ডেভেলপারস কোম্পানী সিলভার ডেভেলপারস লিঃ, পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজ এবং মানবিক সংগঠন বিবেকের উদ্যোগে জমকালো এ সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। 
আজ ২০ মে (মঙ্গলবার) বিকেলে কুমিল্লা টাউল হল মাঠে বসবে এ মেলা। যে সংবর্ধনায় অংশ নিবেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন কুমিল্লাসহ বিভিন্ন জেলার মেধাবী শিক্ষার্থী। ইতোমধ্যে দুই সহস্রাধিক শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা যারা ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন কলেজ, বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় রয়েছেন তারাও ইতোমধ্যে কুমিল্লায় ছুটে এসেছেন।  
এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিবেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়ছার, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সামছুল ইসলাম, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর জামায়াতের ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবায়তুল বারী আবু, সিলভার ডেভেলপারস লি: চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের টেজারার ড. আলী হোসেন চৌধুরী ও ওভারসিস স্ট্যাডি এণ্ড মাইগ্রেশন সার্ভিসের কান্ট্রি ম্যানেজার সালেহ আহমেদ। 
বর্নাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানে স্ট্যাডি পার্টনার হিসেবে আছে ওভারসিস স্ট্যাডি এণ্ড মাইগ্রেশন সার্ভিস এবং একাডেমিক পাটনার হিসেবে যুক্ত আছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থাকবেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর প্রফেস মোসলেহ উদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক সাকিব হোসেইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক আবু রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান প্রমুখ।















সর্বশেষ সংবাদ
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
কুমিল্লা সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে, ধ্বংস হলো আওয়ামী লীগ- হাজী ইয়াছিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ খাবার রাখুন পাতে
কুমিল্লায় আজ উৎসবে মাতবেন দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২