অনূর্ধ্ব-১৮
নারী জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রংপুর বিভাগকে ৩ উইকেটে
হারিয়েছে খুলনা বিভাগ। মঙ্গলবার (২০ মে) সকালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে
টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে
রংপুর বিভাগ। দলের হয়ে আখি আকতার সর্বোচ্চ ২৮ রান করেন।
বল হাতে খুলনা
বিভাগের হয়ে খাদিজা খাতুন ৩.৩ ওভারে ১২ রানের বিনিময় সর্বোচ্চ ৪ উইকেট
তুলে নেন। এ ছাড়া অধিনায়ক সাদিয়া ইসলাম ৩টি ও আফরিন মিম ২টি উইকেট সংগ্রহ
করেন।
জবাবে ব্যাট করতে নেমে খুলনা বিভাগ ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে
৮৯ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে অধিনায়ক সাদিয়া ইসলাম
সর্বোচ্চ ২৭ রান করে। এ ছাড়া জান্নাতুল ঝিম ২০ রান করেন। বল হাতে রংপুরের
হয়ে ববি খাতুন ও আখি আক্তার ২টি করে উইকেট সংগ্রহ করেন।
এর আগে খেলার
উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এতে সভাপতিত্ব করেন
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।