বুধবার ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২
ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ২১.০৫.২০২৫ ১:৫৩ এএম |



 ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়

ভারতের প্রো কাবাডি লিগের দ্বাদশ আসরের জন্য অনুষ্ঠেয় নিলামে থাকছেন বাংলাদেশের ১০ খেলোয়াড়। আগামী ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে নিলাম।
দশ জন খেলোয়াড়ের নামের চূড়ান্ত তালিকা মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাছে চেয়েছিল প্রো কাবাডি লিগের কর্তৃপক্ষ। ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন নিলামের জন্য দিয়েছেন মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহানের নাম।
“নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা নেপাল কাবাডি লিগে ছয়জন খেলোয়াড় পাঠিয়েছি। এবার প্রো কাবাডি লিগের নিলামের জন্য আমরা দশজন খেলোয়াড় বাছাই করে তাদের নাম পাঠিয়েছি।”
“খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। সেই কমিটি সবকিছু যাচাই করে খেলোয়াড় নির্বাচন করেছে। এখানে নিলামে তিনজন খেলোয়াড় প্রাধান্য পাবে যারা সাম্প্রতিক আসরগুলোতে খেলে এসেছে। এই তিনজন খেলোয়াড় হচ্ছে মিজান, লিটন, আরিফ রব্বানী।”
প্রো কাবাডির এবারের নিলামের জন্য ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন সোহাগ।
“প্রো কাবাডির নিলামে এই মুহূর্তে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। ইরানের পরই আমাদের অবস্থান। আমাদের এখান থেকে দশজন চেয়েছে। নেপাল, কেনিয়া, থাইল্যান্ড সেই সব দেশে আমাদের চেয়ে কম সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়েছে।”
“প্রো কাবাডিতে খেলোয়াড় পাঠাতে গিয়ে আমাদের অনেক সমস্যা ছিল। সার্ভিসেস দলগুলোর খেলোয়াড়দের যেতে বাধা ছিল। এই বাধা আমরা কাটিয়ে উঠতে পেরেছি নেপালে ছয়জন খেলোয়াড় পাঠিয়ে। সব পরিস্থিতি বিবেচনা করে আশা করছি ভারত থেকে ইতিবাচক সাড়াই আমরা পাব। নিলাম থেকে বেশি সংখ্যক খেলোয়াড়ই সুযোগ পাবে।”














সর্বশেষ সংবাদ
বৃষ্টিভেজা উৎসব মেধাবীদের
মেধাবীদের দায়িত্ব ‘আগামীর পৃথিবীকে সুন্দর রেখে যাওয়া -হাজী ইয়াছিন
‘সততা ও সাহস নিয়ে নিজেকেগড়ে তুলতে হবে’ :জেলা প্রশাসক
ব্রাহ্মণপাড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খানা-খন্দে ভরা সড়ক, হাজারো মানুষের দুর্ভোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আজ উৎসবে মাতবেন দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
কুমিল্লা সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২