নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায়
বিএনপির কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের
নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৮ মে)
রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে
থানায় মামলাটি দায়ের করেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনের
বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলায় উল্লেখিত আসামিরা হলেন কুমিল্লা
নগরীর ১০নং ওয়ার্ড ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা রশিদ মিয়ার পুত্র মো.
মহসিন (৩২), আশ্রাফপুর (ইয়াছিন মার্কেট) এলাকার সালাহ উদ্দিন রকি (৩০),
শাসনগাছা দাফাদার বাড়ি এলাকার মো. সোহাগ হোসেন (৩০), ৩নং ওয়ার্ড কালিয়াজুরি
এলাকার সাইফুল ইসলাম (২৫) এবং সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শ্রীপুর
গ্রামের মারুফ আহমেদ (২৪)।
মামলার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের
ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ
করে আসামিদের শনাক্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মামলার
বিবরণে বলা হয়, গত ১৫ মে কুমিল্লা মহানগর ও কুমিল্লা (দঃ) জেলার ছাত্রদলের
কমিটি ঘোষণার পর থেকেই অভিযুক্ত বিবাদীরা নিজেদেরকে ত্যাগী নেতা-কর্মী,
কারা নির্যাতিত ও পদবঞ্চিত ছাত্রদলের কর্মী দাবী করে কুমিল্লা মহানগর ও
(দঃ) জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল করাসহ কুমিল্লা শহরে অরাজকতা
সৃষ্টির লক্ষ্যে গভীর ষড়যন্ত্র করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে তারা
বিভিন্ন প্রকারের অবৈধ আগ্নেয়াস্ত্র, ধারালো চাপাতি, ছেনী, লাঠি-সোটা, রড,
ইত্যাদি নিয়ে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি'র কার্যলয়ের সামনে বিদ্বেষ ও উস্কানি মূলক শ্লোগান দিতে থাকে। এক
পর্যায়ে তারা বিএনপি'র কার্যলয়েরর ভিতরে প্রবেশ করে ভাংচুর চালিয়ে
অগ্নিসংযোগ করে।