শনিবার ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২
দাউদকান্দিতে সালিশ বৈঠক শেষে ছুরিকাঘাতে যুবক খুন
আলমগীর হোসেন,দাউদকান্দি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ১৭.০৫.২০২৫ ২:০৫ এএম |




 দাউদকান্দিতে সালিশ বৈঠক শেষে ছুরিকাঘাতে যুবক খুন  দাউদকান্দিতে সালিশ বৈঠক শেষে শাকিল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক জাকির হোসেন নামে একজনকে আটক করেছেন। নিহত শাকিল (২৯) বিটেশ্বর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত বুধবার মোটরসাইকেল ও সিএনজি চালকের দ্বন্ধকে কেন্দ্র করে শুক্রবার বিকালে উভয়কে নিয়ে দরবার  বসে বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান  সালিশ বৈঠকের শুরু থেকেই উপস্থিত ছিলেন।  
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বরকোটা এলাকার মোটরসাইকেল চালক এবং বিটেশ্বর এলাকার সিএনজি চালকের মধ্যে গত বুধবার ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসা বাবদ  মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হলে তা মেনে নিয়ে একহাজার টাকা জমা দেয়। দু'দিন পর বাকি টাকা পরিশোধ করবে বলে সালিশ দরবার সমাপ্ত করে সন্ধ্যায় আমরা চলে যাই। এরপর  শুনি মারামারি হয়েছে।  শাকিল নামে বিটেশ্বরে একজনকে আহত অবস্থায় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেছে। পরে শুনি ঢাকা নেয়ার পথে নাকি মারা গেছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, বিটেশ্বর এলাকায় সালিশি বৈঠক শেষে মারামারির ঘটনায় শাকিল নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এঘটনায় জড়িত বরকোটা এলাকার নেকবর আলীর ছেলে জাকির হোসেনকে আটক করা হয়েছে।















সর্বশেষ সংবাদ
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়
‘আসিফ নজরুল স্যার দায় এড়াতে পারেন না’
সড়কে পড়েছিল ‘৪৫ লাখ’ টাকা
‘নির্বাচনের পূর্বেই কুমিল্লা নামে বিভাগ হবে’
মুরাদনগরে গোমতী নদীর তীরথেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
কুমিল্লায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিদের বিক্ষোভ, সাংবাদিককে ছরিকাঘাত
সড়কে পড়েছিল ‘৪৫ লাখ’ টাকা
এ সরকারের হাতে দেশের ভূখণ্ডনিরাপদ নয়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২