কুমিল্লা
দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও লালমাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম
আহবায়ক শাহ আলমকে উপজেলা যুবদলের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
স্বাক্ষর প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল
ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লালমাই উপজেলা যুবদলের আহবায়ক, সিনিয়র যুগ্ম
আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে উপজেলা যুবদলের সকল সাংগঠনিক
সিদ্ধান্ত গৃহীত করার নির্দেশ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো: নুরুল
ইসলাম নয়ন।
এদিকে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি
মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন সহ কুমিল্লা দক্ষিণ জেলা
যুবদলের আহবায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু কে ধন্যবাদ
জানিয়ে উপজেলার বাগমারা বাজারে আনন্দ মিছিল করেছে যুবদলের বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা।
মঙ্গলবার ১৩ মে বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক
মহাসড়কের উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে আনন্দ মিছিলটি বাগমারা বাজার
নিউ মার্কেটের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। পরে
নেতাকর্মীরা তাকে পুষ্পমাল্য ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।