আইন
বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সরেজমিনে পরিদর্শন ও গ্রামীণ অর্থনীতিতে
মৃৎশিল্পের অবদান নিয়ে, কুমিল্লাতে অবস্থিত বিজয়পুর এলাকাধীন মৃৎশিল্প ঘিরে
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। আইন বিভাগের ১৩ তম ব্যাচের
শিক্ষার্থীদের 'গ্রামীণ উন্নয়ন' কোর্চের তথ্য বিশ্লেষণের লক্ষ্য আয়োজিত এই
পরিদর্শনের দায়িত্বে ছিলেন জনপ্রশাসন বিভাগের লেকচারার রাজিব চন্দ্র দাস।
আইন
বিভাগের ১৩তম ব্যাচের ৭৫ জন শিক্ষার্থী নিয়ে এই মৃৎশিল্প ভিজিটে অংশগ্রহণ
করেন। শুরুতে মৃৎশিল্পের জায়গায় পরিদর্শন করে এবং সেখানকার কারিগর এবং
দায়িত্বরত বিশেষজ্ঞরা স্বাগত জানান। পাশাপাশি শিক্ষার্থীরা পুরো মৃৎশিল্পের
তৈরি স্থান গুলোতে ঘুরে ঘুরে দেখে। এবং মৃৎশিল্প কিভাবে তৈরি, রপ্তানি ও
ক্রমন্বয় সাধনে অর্থনীতিতে কিভাবে অবদান রাখে, এসকল বিষয় নিয়ে তাদের সাথে
আলোচনা করে। তাদের নানান প্রশ্নে মৃৎশিল্পে করিগরেরা উত্তর প্রদান করে। এতে
শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাহিরে মৃৎশিল্পকে ঘিরে বিভিন্ন বিষয়ের তথ্য
সংগ্রহ করে এবং মৃৎশিল্পের অর্থনীতিতে বর্তমান বাজারের চাহিদাসহ জানতে
পারে।
এবং আমাদের শিক্ষার্থীরা স্নাতক হওয়ার আগে শিক্ষার্থীদের
প্রযুক্তি ব্যবহার কর্মপদ্ধতি ও মৃৎশিল্প সম্পর্কে ধারণা লাভ করে এবং
ভবিষ্যতে এমন উদ্যোগ যেনো সব সেমিস্টারে থাকি তার জন্য আবেদন করবে।
এবং
কোর্সের শিক্ষক রাজিব চন্দ্র দাস।বলেন শিক্ষার্থীদের শুধু শুধু একাডেমিক
জ্ঞান থাকলে হবে না তাদের সকল বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং বাস্তবমুখি হতে
হবে এবং আসা করি মৃৎশিল্পের ভিজিট তাদের দক্ষতা বুদ্ধি আরো সহায়তা করবে।
১৩তম
ব্যাচের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বলেন আমরা এতদিন শুধু
আমাদের বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম আজকে আমাদের এই ভিজিট এর মাধ্যমে আমরা
আমাদের মৃৎশিল্প এবং এবং আরো অনেক বিষয় জানতে পারলাম আশাকরি আমারা আমাদের
আসে পাসের মানুষ কে বলতে পারবো এবং এই মৎশিল্প সম্পর্কে তাদের আইডি দেবোএবং
পরামর্শ দিবো যেনো তারা ও মৃৎশিল্প কাজ করে এবং তাদের জীবন জীবকা অহরন
করে।
আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিজিট ছিলো জ্ঞানঅর্জনের একটি
গুরুত্বপূর্ণ ভুমিকা ছিলো যা আমাদের শিক্ষা জীবন এবং ভবিষ্যতে জীবন এবং
পেশাজীবনে ও ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ সব সময় এমন ভিজিট আয়োজন করবে বলে আমরা মনি করি।