সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার জগদিস সিদ্ধার্থের সঙ্গে ড্র করেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সংযুক্ত আরব আমিরাতের ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ সায়িদ লেইলকে হারান।
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের আজ ছন্দপতন হয়েছে। উজবেকিস্তানের আন্তর্জাতিক মাস্টার সুয়ারভ মুখাম্মাদজোখিদের কাছে হারেন। নীড় চলতি টুর্নামেন্টে আজই প্রথম হেরেছেন। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ইরানের মহিলা ফিদে মাস্টার মোহাম্মাদি মেলিকার কাছে হারেন।
৫ রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারজিয়া ৫ খেলায় আড়াই পয়েন্ট করে অর্জন করেছেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৫ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন। মহিলা বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৫ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন।