কুমিল্লার
লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের তাজেরভোমড়া গ্রামের মিয়াজি বাড়িতে
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর সহ দুটি ঘর পুড়ে অন্তত ২৫ লাখ
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। তবে আগুনে কোনো হতাহতের
ঘটনা ঘটেনি।
বুধবার ৮ মে দিবাগত ১ টায় গ্রামের কৃষক মো: ইজাজ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা
জানান, রাতে ওই বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে
উঠার আগেই মুহূর্তের মধ্যে কৃষক ইজাজের ঘর ২টি আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে
থাকা লোকজন জীবন নিয়ে ঘর থেকে বেড়িয়ে পড়ে। কোন জিনিস পত্র বের করতে না
পারায় সব পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।