সোমবার ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২
নৈশপ্রহরী ঘুমে স্কুলের গ্রিল কেটে মালামাল নিয়ে গেল চোরে
শাহীন আলম
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ১১.০৫.২০২৫ ১:৪২ এএম |



  নৈশপ্রহরী ঘুমে স্কুলের গ্রিল কেটে মালামাল নিয়ে গেল চোরে কুমিল্লায় একটি স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষের গ্রিল কেটে ল্যাপটপ, কম্পিউটারের যন্ত্রাংশ ও নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। 
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুড়িচং উপজেলার মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷
স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে শনিবার সকালে বিদ্যালয় এসে দেখি এ ঘটনা। চোরচক্র আমার অফিস কক্ষের গ্রিল কেটে দেড় লক্ষ টাকার একটি ল্যাপটপ, কম্পিউটারের যন্ত্রাংশ, নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকার উপকরণ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে অভিহিত করা হয়েছে এবং বুড়িচং থানায় একটি সাধারণ ডায়রির প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ল্যাপটপে স্কুলের বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র টাইপ ছিল। ল্যাপটপটি চুরি হয় স্কুলের অনেক ক্ষতি হয়েছে। 
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, এর আগেও নৈশপ্রহরীকে একাধিকবার শোকজ করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় তাকে আবার স্কুলের নৈশপ্রহরীর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। 
নৈশপ্রহরী মো. কামাল হোসেন বলেন , আমি রাত ৮ টার পর স্কুলে আসি। পরে রাত ১২ টার পর আমি ঘুমিয়ে পড়ি। এরপরে এ ঘটনা ঘটে। 
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 















সর্বশেষ সংবাদ
৩৭ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস কুমিল্লা
কুমিল্লায় হিট স্ট্রোকে আক্রান্ত ২
বজ্রপাত ও ঝড়ে সারাদেশে ১৪ জনের মৃত্যু
বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল
অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন এর স্মরণসভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সিটি কর্পোরেশনের পানিতে হাবুডুবু খাচ্ছে খাদ্যগুদাম
কুমিল্লায় গার্ড অব অনারে মুক্তিযোদ্ধা এড. কিরণময় দত্ত ঝুনুকে শেষ শ্রদ্ধা
দেবিদ্বারে আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২