কুমিল্লায়
একটি স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষের গ্রিল কেটে ল্যাপটপ,
কম্পিউটারের যন্ত্রাংশ ও নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরির
ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুড়িচং উপজেলার
মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে৷
স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বলেন,
খবর পেয়ে শনিবার সকালে বিদ্যালয় এসে দেখি এ ঘটনা। চোরচক্র আমার অফিস কক্ষের
গ্রিল কেটে দেড় লক্ষ টাকার একটি ল্যাপটপ, কম্পিউটারের যন্ত্রাংশ, নগদ ৪০
হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকার উপকরণ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা
নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে অভিহিত করা হয়েছে এবং বুড়িচং থানায়
একটি সাধারণ ডায়রির প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ল্যাপটপে স্কুলের
বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র টাইপ ছিল। ল্যাপটপটি চুরি হয় স্কুলের অনেক
ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, এর আগেও নৈশপ্রহরীকে
একাধিকবার শোকজ করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় তাকে আবার স্কুলের
নৈশপ্রহরীর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।
নৈশপ্রহরী মো. কামাল হোসেন বলেন , আমি রাত ৮ টার পর স্কুলে আসি। পরে রাত ১২ টার পর আমি ঘুমিয়ে পড়ি। এরপরে এ ঘটনা ঘটে।
বুড়িচং
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে
পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে।