ইসলামিয়া
আলিয়া কামিল মাদরাসা কুমিল্লার অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন(রহ:) এর
স্মরণসভা জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লায় অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী
রাজাপুরা দরবার শরীফের পীর আলহাজ্ব আল্লামা শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ আল
ক্বাদেরীর সভাপতিত্বে অধ্যক্ষ মো: মাসুম বিল্লাহ মিয়াজীর সঞ্চালনায় অতিথি
হিসেবে বক্তব্য রাখেন জমিয়াতুল মুদার্রেছিনের যুগ্ন মহাসচিব ড: একেএম
মাহবুবুর রহমান, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান,কুমিল্লা মহানগর বিএনপি
সভাপতি জনাব উৎবাতুল বারী আবু,অধ্যক্ষ আল্লামা হোসাইন আহমদ ভূইয়া,অধ্যক্ষ
আল্লামা মহিউদ্দিন,অধ্যক্ষ আল্লামা রফিকুল ইসলাম হেলালী,অধ্যক্ষ আল্লামা
এইচ এম আনোয়ার মোল্লা,অধ্যক্ষ আল্লামা আলী আকবর ফারুকি,শাহ মোহাম্মদ আলমগীর
খান,অধ্যক্ষ আল্লামা আবুল বাসার, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আল্লামা গোলাম
মোস্তফা শাহ্,অধ্যক্ষ মাওলানা সফিকুল আমিন,এডভোকেট ইসলাম উদ্দিন
দুলাল,কুমিল্লা আলিয়া মাদরাসার শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী,কুমিল্লা আহলে
সুন্নাত ওয়াল জামাআতের দায়িত্বশীল,ইমাম মুয়াজ্জিন,আলেম ওলামাগন।
বক্তারা
অধ্যক্ষ আব্দুল মতিন (রহ:) এর জীবন ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন,
তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্যতম সিপাহসালা,একাধারে তিনি একজন
শিক্ষক ও সংগঠক ছিলেন, তার বিদায়ে কুমিল্লাবাসীসহ তার সহকর্মী,
শিক্ষার্থীরা শোকাহত।একাত্মতা পোষণ করে শোক প্রকাশ করেন,
হিজবুল্লাহ,গাউছিয়া কমিটি,আঞ্জুমান এ আল ইসলাহ,তালিমে হিজবুল্লাহ,হোসাইনীয়া
কমিটি বাংলাদেশ, হিজবুর রাসুল দ:, জিকরুল্লাহ কমিটি,আঞ্জুমানে
সালেকীন,কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত,খাজা কমিটি,কেন্দ্রীয় ঈদে
মিলাদুন্নবী দ: উদযাপন কমিটি কুমিল্লা।