আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে
অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক লাখ টাকা অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট।
শুক্রবার বিকেলে উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে এ অভিযান
পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ
রেদওয়ান ইসলাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি ও
খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানের সংবাদ পেয়ে মূল
হোতা ডালিম তালুকদার ও কামাল তালুকদার পালিয়ে গেলেও ভেকু চালকসহ একটি ভেকু
মেশিন আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ
উত্তোলন আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে
তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ব্যবহৃত ভেকু
মেশিনটি বিটেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের
জিম্মায় রাখা হয়। দণ্ডিত ব্যক্তি নির্ধারিত ব্যাংকে জরিমানার টাকা জমা দিয়ে
রসিদ দেখালে মেশিন ও ব্যক্তিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ
ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া
হবে না।