মঙ্গলবার ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
দাউদকান্দিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা অর্থদন্ড
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ১২:৩৬ এএম আপডেট: ১১.০৫.২০২৫ ১:৪১ এএম |



দাউদকান্দিতে অবৈধভাবে মাটি  উত্তোলনের দায়ে লাখ টাকা অর্থদন্ড আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক লাখ টাকা অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট। শুক্রবার বিকেলে উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি ও খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানের সংবাদ পেয়ে মূল হোতা ডালিম তালুকদার ও কামাল তালুকদার পালিয়ে গেলেও ভেকু চালকসহ একটি ভেকু মেশিন আটক করা হয়। 
আটককৃত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ উত্তোলন আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ব্যবহৃত ভেকু মেশিনটি বিটেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের জিম্মায় রাখা হয়। দণ্ডিত ব্যক্তি নির্ধারিত ব্যাংকে জরিমানার টাকা জমা দিয়ে রসিদ দেখালে মেশিন ও ব্যক্তিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন মামলা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত
বরুড়ায় এক দিনে ১৫ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমিটি গঠন
৩৭ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস কুমিল্লা
হোটেল কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেয় বাবুর্চি
২৪দিনেও গ্রেপ্তার হয়নি কেউ!
কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২