শুক্রবার
বিকেলে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার পরিহল পাড়ায় ঢাকা
গামী একটি রড় বুঝাই একটি লড়িকে পিছন থেকে ঢাকা গামী আল-বারাকা যাত্রী বাহী
ধাক্কা দিলে ঘটনাস্থলে লড়ির চালক মারা যান। নিহত চালক দিনাজপুরের সুলতান
আহমদের ছেলে বিপ্লব বাবু (৩৫)।
পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য এম জাকির
হোসেন জানান শুক্রবার বিকাল ৫ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার
বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার পরিহলপাড়ায় বৃষ্টি ঝড়তে থাকে। এসময়
চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি রড় বুঝাই লড়ি ( চট্র মেট্রো ট- ৮১-৩০৮৭)
থামিয়ে তীরপাল দিয়ে বৃষ্টি ভেজা থেকে রক্ষা করতে রড়ের উপর তীর পাল দিচ্ছিল।
এসময় পিছন থেকে ছেড়ে আসা ঢাকা গামী আল-বারাকা যাত্রী বাহী (ঢাকা মেট্রো ব-
১৫- ৯৩৯৭) একটি বিকট শব্দে ধাক্কা দেয়। এতে লড়ির চালক বিপ্লব বাবু
ঘটনাস্হলে মারা যায়। এসময় যাত্রী বাহী বাসের ১০-১২ জন যাত্রী নারী পুরুষ
আহত হয়। ইউপি সদস্য এম জাকির হোসেন জানান তিনি সহ স্থানীয় লোকজন গিয়ে
আহতদের উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসার জন্য ভর্তি করেন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায় নি।
ময়নামতি
হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার জানান পুলিশ খবর পেয়ে লড়ির
চালক বিপ্লব বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত লড়ি ও যাত্রী বাহী বাস উদ্ধার
করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক হেলপার পালিয়ে
যায়। এঘটনায় আইনি প্রক্রিয়া চললাম।