"মানসম্মত
শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এ শ্লোগান নিয়ে কুমিল্লায়
উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ
উপলক্ষ্যে ১০ মে শনিবার গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা
সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন
ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা
আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন
আদর্শ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার তানজিনা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে
বিদ্যালয়ের শিক্ষার্থীরা।