“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। গতকাল ১০ মে (শনিবার) বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থী, শিক্ষক এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগ উপস্থিত ছিলেন।