চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’-এই
প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন
উপলক্ষে বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা
তালুকদার। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গাছবাড়িয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম
মাওলা, সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান
বাবলু, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
স্বপন কুমার চক্রবর্তী, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক উম্মে আরা কুলসুম নাহার, জয়মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক তাসলিমা নাসরিন। উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার
মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকা,
ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি শিশুদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়।