আওয়ামী
লীগের নিষিদ্ধ করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার
চান্দিনা-বাগুর বাস স্টেশনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বৈষম বিরোধী
ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১০ মে) সকাল
দশটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। এসময় বক্তারা বলেন- ‘দ্রুততম
সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ
করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।’
এসময় বক্তৃতা করেন-
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা
জেলা যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলার আহবায়ক আবুল কাশেম অভি, সিনিয়র
যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন ইমতিয়াজ, গাজী আলাউদ্দিন, ইউনুস, জাহিদ হাসান সবুজ,
মাহমুদ মুন্সি প্রমুখ। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ
অংশগ্রহণ করেন।