বার্ড
কুমিল্লা কর্তৃক উন্নয়ন প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা (উবাবষড়ঢ়সবহঃ
চৎড়লবপঃ চষধহহরহম ধহফ গধহধমবসবহঃ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী গতকাল
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন বার্ডের সম্মানিত
মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, দেশের টেকসই
উন্নয়নের জন্য প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন যথার্থভাবে করতে হবে। প্রকল্প
হতে কাঙ্কিত সুফল পেতে হলে প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য দক্ষ
জনবল গড়ে তুলতে হবে। সমাপনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন বার্ডের পরিচালক
(প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন এবং পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ।
কোর্সটিতে কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেছেন জনাব মোঃ আবু তালেব,
যুগ্মপরিচালক, বার্ড। এছাড়া কোর্স সমন্বয়ক এবং সহযোগী কোর্স পরিচালক হিসেবে
দায়িত্ব পালন করেছেন যথাক্রমে আযমা মাহমুদা, যুগ্মপরিচালক এবং
যুগ্মপরিচালক সাইফুন নাহার। উল্লেখ্য যে, ৪-৮ মে মেয়াদে অনুষ্ঠিত কোর্সটিতে
জাতীয় পর্যায়ের সরকারি-বেসরকারি ১১টি প্রতিষ্ঠানের ২৩ জন কর্মকর্তা
অংশগ্রহণ করেছেন।