আর্জেন্টিনার
রাজধানী বুয়েন্স আইরেসের একটি ক্লিনিকে অভিযান চালিয়ে দিয়াগো ম্যারেডোনার
চিকিৎসার সব নথিপত্র জব্দ করেছে পুলিশ।আদালতের আদেশে এ অভিযান পরিচালনা করা
হয়।
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারেডোনার মৃত্যুর ঘটনায় সাত
স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়। ঘটনার অধিকতর
তদন্ত করতে এই আদেশ দেন আদালত।
লস অলিভোস ক্লিনিকের চিকিৎসা পরিচালক
পাবলো দিমিত্রফ আদালতে সাক্ষ্য দেন, ম্যারাডোনা সার্জারির আগের বিভিন্ন
পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছিলেন এবং সেই ক্লিনিকেই একজন নিউরোসার্জন
জটিলতা ছাড়াই তার অপারেশন সম্পন্ন করেন।
তবে সেই পরীক্ষাগুলো
ম্যারাডোনার মেডিকেল রেকর্ডে অন্তর্ভুক্ত ছিল না। ফলে বিচারকরা ২০২০ সালের ৩
থেকে ১১ নভেম্বরের মধ্যে তার সব চিকিৎসা-সংক্রান্ত নথি জব্দের নির্দেশ
দেন।
মাথা ও মস্তিষ্কের মাঝে রক্তজমাট (হেমাটোমা) হওয়ায় অস্ত্রোপচার
করান ম্যারেডোনা। ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত অলিভোস ক্লিনিকে নিবিড়
পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। পরে তাকে একটি ব্যক্তিগত বাসায়
বিশ্রামের জন্য পাঠানো হয়। সেখানেই তিনি ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে
মারা যান।
অভিযানটি বুধবার মধ্যরাতে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চার ঘণ্টা ধরে চলে।
পুলিশ
জানায়, তারা প্রায় ২৭৫ পৃষ্ঠার নথিপত্র এবং বিচারাধীন চিকিৎসকদের মধ্যে
আদান-প্রদান হওয়া ৫৪৭টি ইমেইল জব্দ করেছে। বিচারপ্রক্রিয়া বৃহস্পতিবারও
চলবে।