শুক্রবার ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
উত্তেজনার মাঝেই ভারতে বাংলাদেশের অনুশীলন, যোগাযোগ রাখছে বাফুফে
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:৫৫ এএম আপডেট: ০৮.০৫.২০২৫ ২:১৫ এএম |


উত্তেজনার মাঝেই ভারতে বাংলাদেশের অনুশীলন, যোগাযোগ রাখছে বাফুফে

কাল ভোররাত থেকে পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি হামলা চলছে। এতে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই পরিস্থিতির মধ্যেই আগামী শুক্রবার (৯ মে) ভারতের অরুণাচল প্রদেশে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল গতকাল ভারত পৌঁছেছে। অনুশীলনও করেছে আজ (বুধবার) বিকেলে। 
আজ ঘণ্টাখানেক অনুশীলন শেষে বাংলাদেশ অ-১৯ দলের কোচ গোলাম রব্বানী ছোটন এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা কাল এক দীর্ঘ ভ্রমণ করেছি। এজন্য কাল সম্পূর্ণ বিশ্রাম ছিল। আজ প্রথম ট্রেনিং সেশন করেছি। ছেলেরা বেশ চনমনে ছিল, ভালো ট্রেনিং সেশন হয়েছে। ছেলেরা যদি স্বাভাবিক খেলা খেলতে পারেন, আমরা ভালো কিছু নিয়েই ফিরতে পারব ইনশা-আল্লাহ।’
সেন্ট্রাল ডিফেন্ডার আশিকুর রহমান বলেন, ‘আজ আবহাওয়া বেশ ভালো ছিল। আমরা প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে জিততে চাই। এরপর ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনালে যাব।’
পাক-ভারত যুদ্ধ চলমান থাকলেও এর রেশ অরুণাচলে পড়েনি। তাই বাফুফে খুব বেশি চিন্তিত নয়। এরপরও ফেডারেশন যুব দলের সঙ্গে যোগাযোগ রাখছে সার্বক্ষণিক। এই বিষয়ে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটা সাফের টুর্নামেন্ট। সাফ আছে, এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) আছে। কোনো সমস্যা হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে স্বাগতিক দেশ। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তাদের সঙ্গে। এখন পর্যন্ত কোনো এফেক্ট বা ইস্যু হয়নি। আমরা আশা করি কোনো রকম কিছু হবে না।’  
সাফ অ-১৯ টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করছে না। এই প্রতিযোগিতায় স্বাগতিক ভারতের পাশাপাশি খেলবে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। সফরকারী দেশের মধ্যে বাংলাদেশই সবার আগে ভারত পৌঁছেছে। আজকের মধ্যে অন্য দেশগুলোরও অরুণাচল পৌঁছানোর কথা। পাক-ভারত বৈরিতায় ক্রীড়াঙ্গনেও প্রভাব পড়বে স্বাভাবিকভাবে। চলমান যুদ্ধের মধ্যে সাফ অ-১৯ টুর্নামেন্ট হতে যাচ্ছে ভারতের একটি অন্যতম ক্রীড়া আয়োজন।













সর্বশেষ সংবাদ
হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
কুমিল্লা ক্লাবের ড্রয়িং রুম উদ্বোধন
বন্ধের পথে কুমিল্লার দুই সরকারি হাসপাতালের আইসিইউ সেবা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
এবার সাবেক রেলপথ মন্ত্রীর শ্বশুর বাড়িতে হামলা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২