শুক্রবার ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে ১৬টি গুলিসহ পিস্তল চুরি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১:১১ এএম |



 পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে ১৬টি গুলিসহ পিস্তল চুরিচাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। এর আগে সোমবার বিকালে ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চারতলার বাসা থেকে রাকিব উদ্দিনের সরকারি পিস্তল ও গুলি চুরি হয়। ওই দিন সন্ধ্যায় রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
রাকিব উদ্দিন জানান, ফরিদগঞ্জ থানা থেকে ১০০ গজ দূরে আবাসিক চারতলা একটি ভবনের চারতলার এক ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি। সোমবার দুপুরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। বিকালে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ফ্ল্যাটের তালা ভেঙে বাসার ভেতরে ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
ফরিদগঞ্জ থানার ওসি বলেন, ‘এসআই রাকিব ওই ভবনের চারতলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে একাই থাকেন। ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। ভবনটির উত্তরে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আছে। সোমবার দুপুরে বা বিকালে চোরের দল বাসার তালা ভেঙে দুটি ম্যাগাজিনে ১৬টি গুলিসহ একটি ৯ এমএম তরাশ পিস্তল ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে কাজ করছে।’
খবর পেয়ে সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার এস এম মোস্তাইম, সিআইডি ও ডিবির দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘এ ঘটনায় এসআই রাকিবকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্ত করার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে কাজ করছে পুলিশ।’













সর্বশেষ সংবাদ
দেবিদ্বারে রুবেল হত্যা মামলা আসামী কাউছার গ্রেপ্তার
কারাগারে আইভী
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
কুমিল্লায় আন্তর্জাতিক ফ্লাইট থেকে আয় হলেও চালু হচ্ছে না অভ্যন্তরীণ রুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২