খেলার
মাঠে হঠাৎ করেই অসুস্থ হওয়ার ঘটনা নতুন নয়, এমনকি মৃত্যুর নজিরও রয়েছে
অনেক। তেমনই একটি দৃশ্য দেখা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)
চ্যালেঞ্জ কাপের ম্যাচে। বোলিংয়ের সময় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন ২৪
বছর বয়সী পেসার আলিম খান। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু
হয়েছে।
গতকাল (৫ মে) অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে
সংবাদমাধ্যম জিও নিউজ। তাদের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস
ট্রিবিউন। পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা চ্যালেঞ্জ কাপের দুই দিনের সূচি
চলছে। তেমনই এক ম্যাচে পেসার আলিম খান বোলিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
দ্রুতই তাকে নিকটবর্তী হাসপাতালেও নেওয়া হয়েছিল। তবে তাকে জীবিত ফেরানো
সম্ভব হয়নি।
ম্যাচটিতে আম্পায়ারিং করা ইনামুল্লাহ খান জানিয়েছেন,
‘বোলিংয়ের সময় আলি একেবারে ভেঙে পড়ার মতো পরিস্থিতি হয়। আমরা শিগগিরই
মেডিক্যাল সাহায্যের আবেদন জানাই এবং পার্শ্ববর্তী হাসপাতালেও নেওয়া হয়
তাকে। কিন্তু দুঃখজনকভাবে সে আর বেঁচে নেই।’
পিসিবির ঘরোয়া ক্রিকেটের
পরিচালক আবদুল্লাহ খুররম নিয়াজি তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে শোক
জানিয়েছেন। তিনি বলেন, ‘(আলিম) খানের মৃত্যুতে আমরা খুবই শোকাহত। নিহতের
পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা, তারা কঠিন সময় পার করছে।’
হার্ট অ্যাটাকে প্রয়াত ক্রিকেটার আলিম খানের দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।