বাড়ির
উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল ৬ বছরের এক শিশু। সুযোগমত ওই শিশুকে
ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশী মনির হোসেন নামে এক
ভ্যানচালক। পরে ওই শিশুর চিৎকারে এলাকাবাসী এসে মনির হোসেনকে আটক করে
গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়। গতকাল সোমবার ১০টার দিকে পৌর এলাকার দক্ষিণ
ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মনির হোসেনের বাড়ি নারায়নগঞ্জ জেলার
গোদনাইল মীরপাড়ায়। তার বাবার নাম আব্দুল মজিদ। এলাকাবাসী জানায় মনির হোসেন
ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার
থানার অফিসার ইনচার্জ (ওসি) ছামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
স্থানীয়
বাসিন্দরা জানায়, সকালে ভুক্তভোগী শিশুটি মনির হোসেনের ছেলে মেয়েদের সঙ্গে
খেলছিল। পরে মনির হোসেন ওই শিশুটিকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা
চালায়। পরে ওই শিশুটির চিৎকার শুনে আশ- পাশের লোকজন মনিরের ঘরে গিয়ে তাকে
হাতেনাতে আটক করে এবং ওই শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ এসে মনির হোসেনকে
আটক থানায় নিয়ে যায়।
দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল
ইসলাম বলেন, খবর পেয়ে একদল পুলিশ সদস্য নিয়ে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে
থানায় আসা হয়েছে।
দেবিদ্বার থানার দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ
(ওসি) ছামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আটক মনির হোসেনকে ধর্ষণচেষ্টায়
মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন ধর্ষণচেষ্টা
ঘটনায় সত্যতা স্বীকার করেছেন। তাকে মঙ্গলবার সকালে কুমিল্লা আদালতের
মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।