দাউদকান্দি
উপজেলার সুকিপুর গ্রামে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা
মামলার একমাত্র আসামি রুহুল আমিন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার
এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার ৩ মে সকালে শিশুকে কৌশলে ভিকটিমের
দাদির ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন রুহুল আমিন । মেয়েটির
আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে মেয়েটিকে ফেলে রেখে কৌশলে রুহুল আমিন
পালিয়ে যায়। মেয়েটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী।
৫
মে সোমবার সকালে শিশুটির দাদি রিনা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায়
ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। বিকেলে দাউদকান্দি মডেল থানার সাব
ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দাউদকান্দি
উপজেলার সুকিপুর নিজ বাড়ি থেকে শিশুকে ধর্ষণেরচেষ্টার অভিযোগে করা মামলায়
রুহুল আমিনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রুহুল আমিন উপজেলার বারপাড়া ইউনিয়নের সুকিপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।