বাংলাদেশ
ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য
মাওলানা রইস উদ্দিনের হত্যার প্রতিবাদ ও বিচারর দাবিতে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল
জামায়াতের নেতারা। সোমবার (৫ মে) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে অবরোধ করেন
তাঁরা। পরে বিক্ষোভকারীরা মহাসড়কে বসে অবরোধ কর্মসূচী পালন করেন।
বিক্ষোভকারীরা পুলিশের উপস্থিতিতে বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দিতে দেখা
গেছে। সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই লেনের প্রায় ৩০ কিলোমিটার যানজট
সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
তবে
দুপুর সাড়ে ১১ টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ সমাবেশে
যুবসেনার কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জাবের হোসাইন বলেন, মাওলানা
রইসউদ্দিনের হত্যাকারী যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হবে আমাদের কঠোর
কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে মহাসড়ক অচল করে দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে
আরো বক্তব্য রাখেন,আহলে সুন্নত ওয়াল কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মাসুদ হোসেন
আর ক্বাদরী, রেজভীয়া দরবারের খলিফা মুফতি নজরুল ইসলাম রেজভী, কুমিল্লা
ছাত্রসানার সভাপতি মোহাম্মদ জাবের হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা
মাওলানা আমিরুল ইসলাম আকবরী, মাওলানা শাহ আলম আল কাদরী সাহাপুরী, মাওলানা
দেলোয়ার হোসেন আল কাদরী, মাওলানা আবু নোমান ইকরামুল হক আনোয়ারী, মো. মাসুম
বিল্লাহ প্রমুখ।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল
ইসলাম বলেন, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করায় কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে
যাত্রীদের। তবে তাদের সঙ্গে কথা বলার পর তারা অবরোধ তুলে নিয়েছে।