কুমিল্লায়
আবরার হজ্ব এয়ার এভিয়েশন এর উদ্যোগে পবিত্র হজ্ব ২০২৫ উপলক্ষে প্রীতি ও
দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। আবরার হজ্ব এয়ার এভিয়েশন এর প্রধান
পরিচালক,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা জামে মসজিদের
ইমাম ও খতিব শায়েখ আব্দুল্লাহ আল- মামুন মোস্তফীর সভাপতিত্বে, এবং মুফতি
কাজী আবু ইউসুফ ফারুকী এবং ফাহিম আহম্মেদ যৌথ এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন
আলহাজ মুফতী জমীর উদ্দিন রহমানী,আলহাজ্ব মাওলানা রাশেদুল ইসলাম
রহমতপুরী,আলহাজ্ব মাওলানা বাহাউদ্দীন বিন ইলিয়াস, মাওলানা,মাইনুদ্দিন
ওয়াদুদ,মাওলানা হেলাল উদ্দিন, অধ্যক্ষ প্রফেসর আমিনুর রশীদ আলমগীর, আলহাজ্ব
আসাদুজ্জামান মজুমদার, আলহাজ্ব প্রফেসর মনির হোসেন,আলহাজ্ব এডভোকেট আবদুল
মান্নান, প্রফেসর হাতেম আলী,জনাব আব্দুস সালাম, আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ
এনায়েত উল্লাহ, প্রফেসর রুহুল আমিন বকুল
আবরার হজ্ব এয়ার এভিয়েশন এর
উদ্যোগে আয়োজিত উক্ত প্রীতি ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা
হুমায়ুন কবির পাহাড়পুরী,মাওলানা এনামুল হক মজুমদার,মাওলানা আলী আকবর,
মাওলানা তোফাজ্জল হোসাইন আবেদী,মাওলানা হুসাইন আহমদ জমিরী,মুফতী কামরুল
হাসান বিন শফিক,মাওলানা রবিউল,মাওলানা সৈয়দ আল হাসান,ডাক্তার সাইফুল ইসলাম
মজুমদার, জনাব আতাউর রহমান জুয়েল, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।উক্ত
অনুষ্ঠানে আলেম ওলামা, সহ বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দেশ জাতি এবং ফিলিস্তিনদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।