প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:৪৭ এএম আপডেট: ০৬.০৫.২০২৫ ২:১১ এএম |

রণবীর ঘোষ কিংকর:
নিখোঁজের
২দিন পর কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ সংলগ্ন পরিত্যক্ত জায়গায় মো.
আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোরে হাত, পা ও গলা বাঁধা অচেতন অবস্থায় এক
কিশোরকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। তাকে উদ্ধারের পর চান্দিনার একটি
প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লার একটি প্রাইভেট
হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ সংলগ্ন পরিত্যক্ত জায়গায় থেকে উদ্ধার করে স্থানীয় জনতা।
মো.
আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামের প্রবাসী
আলমগীর সরকারের ছেলে। সে ধামতি মাদ্রাসার ছাত্র। শনিবার (৩ মে) বিকেলে
কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় আব্দুল্লাহ।
চান্দিনা খাঁন
বাড়ির একাধিক বাসিন্দা জানান- উপজেলা পরিষদ মূল ফটকের বিপরীত বিআরডিবি’র
পরিত্যক্ত ভবনের পাশে হাত-পা বাঁধা, মুখ ও গলায় পলিথিন প্যাঁচানো পাঞ্জাবী ও
লুঙ্গি পরিহিত কিশোরকে দেখে আমরা তাকে উদ্ধার করে পাশ^বর্তী একটি প্রাইভেট
হাসপাতালে নেই। ফেসবুকে এই পোষ্ট দেখে তার অভিভাবকরা ওই হাসপাতালে আসে এবং
পরিবর্তী কুমিল্লায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা চান্দিনা থানা পুলিশকে অবহিত
করি।
মো. আব্দুল্লাহ’র মা ইয়াছমিন আক্তার জানান- শুক্রবার বাড়ি থেকে
আমি তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসি। শনিবার বিকেলে মাদ্রাসা থেকে কাউকে
কিছু না বলে বেরিয়ে যায়। তারপর থেকে মাদ্রাসার শিক্ষক ও আমরা বিভিন্ন
জায়গায় খোঁজাখুজি করি। তার সন্ধান পেতে আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করি।
সোমবার ফেসবুকে আমার ছেলের ভিডিও দেখে হাসপাতালে ছুটে আসি। বর্তমানে আমার
ছেলে আইসিইউ’তে আছে। তবে কি কারণে কারা এ ঘটনায় ঘটিয়েছে তা কিছুই বলতে
পারছি না।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম
জানান- খবর পেয়ে আমাদের একটি টিম হাসপাতালে যায় এবং বিস্তারিত তথ্য সংগ্রহ
করে। ওই কিশোর এর জ্ঞান ফিরলে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হবে।