চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ‘চলো জ্ঞানের আলোয়’-এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের
সার্বিক মানোন্নয়ন, বিশেষ করে পরীক্ষার্থী, অপেক্ষাকৃত দুর্বল ও অকৃতকার্য
শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে চৌদ্দগ্রাম
উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন। প্রধান অতিথি
ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলী আশরাফ। অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক ধর্মীয়
শিক্ষক মাওলানা মোহাম্মদ গাজী ইসমাইল এবং অভিভাবক জহির উল্লাহ চৌধুরী,
ইসমাইল মজুমদার, শাহাদাৎ হোসেন মজুমদার, মোঃ ইব্রাহিম ভূঁইয়া, সাংবাদিক এম এ
আলম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রায় দুই শতাধিক অভিভাবক
উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী
আশরাফ বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় অমনোযোগের একটি বড় কারণ
হলো ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। এসব মাধ্যমে
অতিমাত্রায় আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে দিচ্ছে। অভিভাবকদের উচিত
ঘরে বসে শিক্ষার্থীদের আচরণ ও পাঠদানের প্রতি লক্ষ্য রাখা। বিদ্যালয়ের
পাশাপাশি বাড়িতেও শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী কি না, তা নিশ্চিত করতে
হবে। পাশাপাশি অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে
শিক্ষার্থীদের অগ্রগতির খোঁজখবর নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আলম। তিনি বলেন,
অঁজোপাড়া গাঁয়ে এই শিক্ষালয় গড়ে তোলার পেছনে রয়েছে এলাকার মানুষের আলোকিত
ভবিষ্যতের স্বপ্ন। এ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষালয়ে রূপান্তর করতে সকলের
সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন-বিশেষ করে জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, শিক্ষক
এবং অভিভাবকদের।