ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাফিুকল ইসলামকে গ্রেপ্তারের দাবীতে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ধরখার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুরু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম আশিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল সরকার, ইউপি মেম্বার ফারুক মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, ইউপি সদস্য মলাই মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, ইউনিয়ন ছাত্রদলের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন, সাবেক সভাপতি শেখ জুনায়েদ হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের দোসর সাফিকুল ইসলাম বিগত দিনে বিএনপির নেতাকর্মীদেরকে বহু হয়রানি-নির্যাতন করেছে। আওয়ামী সরকারের পতনের পর সাফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে গ্রেপ্তার হয়নি। রং পাল্টে তিনি এখন বিএনপিতে যোগদানের জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে। ফ্যাসিবাদের দোসররা বিএনপির সঙ্গী হতে পারে না মন্তব্য করে বক্তারা সাফিকুল ইসলামকে বিএনপিতে সুযোগ না দিতে দলীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, ৫ আগষ্টে সরকার পতনের কিছুদিন পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। আখাউড়ার ৫টি ইউনিয়নের ৪টি প্যানেল চেয়ারম্যান নিয়োগ করা হয়।