দাউদকান্দিতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২০২৪-২৫
অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের
(ব্রিধান-৯২) সমলয় চাষাবাদ এর ৫০ একর ব্লক প্রদর্শনীর কম্বাইন্ড
হারভেস্টারের মাধ্যমে এই ধান কর্তন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে
দাউদকান্দি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গৌরীপুর
সমলয় প্রদর্শনী মাঠ সংলগ্ন কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা।
এসময় বক্তব্য
রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাজহারুল আলম, উপজেলা কৃষি
সম্প্রসারন কর্মকর্তা এস এম আসিফ মাহমুদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ
খোরশেদ আলম, রাসেদুল হাসান ও মোঃ নাছির উদ্দিন প্রমূখ।
উপজেলা কৃষি
অফিসার নিগার সুলতানা বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সমলয় পদ্ধতিতে কৃষি
কাজ করছে এটা সুখবর। কম সময়ে এবং কম খরচে কৃষকরা যাতে ফলন তাদের ঘরে তুলতে
পারে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। খাদ্যের চাহিদা পূরণে
খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের
মাধ্যমে চারা রোপন করতে হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি উৎপাদন
বৃদ্ধি পাবে। কৃষকরা লাভবান হবে। সরকার কৃষকের কথা চিন্তা করে বিভিন্ন
প্রণোদনা দিচ্ছেন। সময়, অর্থ ও শ্রমিক সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন
পদ্ধতিতে চাষাবাদের জন্য মেশিনারী তৈরি করছেন। কম্বাইন্ড হারভেস্টার এর
মাধ্যমে ধান কর্তন করলে সময় ও অর্থ কম লাগবে । শ্রমিকের অভাব দূরীভূত হবে।