কুমিল্লার বুড়িচং উপজেলার দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে।
(২
মে ২০২৫) শুক্রবার বিকালে মাদ্রাসার জামে মসজিদে আয়োজিত হাফেজ ছাত্রদের
পাগড়ী প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো.ইসহাক
ও সঞ্চালনা করেন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো:মিজানুর রহমান। এসময় প্রধান
অতিথি ছিলেন ছাতিপট্টি জামে মসজিদের খতিব মোহাদ্দিস মাও.আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার উপদেষ্টা অধ্যাপক মো. সারওয়ার আলম।এসময়
সম্মানিত মেহমান সমাজসেবক ও রাজনীতিবিদ মো:জসিম উদ্দিন, এসএমজি গ্রুপের
চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুলতান মাহমুদ পলাশ,সমাজ সেবক আলমগীর
হোসেন পলাশ,সমাজ সেবক মো:হাসান মিয়া,অত্র মাদ্রাসার জামে মসজিদের
সভাপতিআলহাজ্ব আবদুস ছালাম,সমাজ সেবক একেএম শাহআলমসহ অন্যান্য ধর্মীয়
ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ওই দিন ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ী
পরিধান করিয়েছেন সম্মানিত অতিথিরা।