সোমবার ৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২
চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ১২:৪৭ এএম আপডেট: ০৪.০৫.২০২৫ ২:০৯ এএম |





চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচরণবীর ঘোষ কিংকর।

মাদককে না বলুন এই কর্মসূচিকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দাউদকান্দি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনাম চান্দিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । খেলায় দুই দলের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট এই খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে ১-১ গোলে ড্র হয়। পরে খেলায় কামরুল হাসান এর ম্যাচ রেফারীর পরিচালনায় দাউদকান্দি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে কাঙ্খিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে চান্দিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উক্ত খেলায় প্রধান আকর্ষণ ও প্রধান আলোচক ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয় নাভিদ নওরোজ শাহ্।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নিজামুল আহসান (পাপন) মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর এবং চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানা যায়। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি'র পরিবর্তে থানার উপ- পরিদর্শক মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান সেল ছাত্র প্রতিনিধি ও চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আবুল কাশেম অভির সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা ল্যাব এইড হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ইলিয়াস সরকার, উপজেলা এলডিপির সভাপতি এ কে এম সামছুল হক মাস্টার, পৌর আহবায়ক সম্রাট রাব্বি, পৌর সদস্য সচিব ইসতিয়াক ইফতি, মূখ্য সংগঠন মেহেদি হাসান সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহাবুব সাকিল ফয়সাল, যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য গাজী আলাউদ্দিন, সদস্য সচিব সামাউন সিয়াম, দাউদকান্দি উপজেলা আহবায়ক আতিকুল ইসলাম শান্ত,পৌর আহবায়ক সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মাদক থেকে সর্বদা মুক্ত, খেলাধুলায় মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রপি তুলে দেন।












সর্বশেষ সংবাদ
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
চৌদ্দগ্রামে আ’লীগ নেতার ছেলেসহ আটক ৩
মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় ২ জনকে কারাদণ্ড
নাঙ্গলকোটে ট্রেনের ছাদ থেকে ছিঁটকে পড়ে শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা
চাঁদাবাজদের ভোট আমার দরকার নাই: হাজী ইয়াছিন
নাঙ্গলকোটে গফুর-নজিরকে এক করলো বিএনপির জেলা কমিটি
কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু
নির্বাচনের দাবি আদায়েঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কায়কোবাদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২