সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২
পতিত লুটেরা সরকার চৌদ্দগুষ্টি মিলে বিদেশে পাচার করে দেশের অর্থ- হাজী ইয়াসিন
মাসুদ পারভেজ।।
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১:০৩ এএম আপডেট: ৩০.০৪.২০২৫ ১:২৭ এএম |



   পতিত লুটেরা সরকার চৌদ্দগুষ্টি মিলে বিদেশে পাচার করে দেশের অর্থ- হাজী ইয়াসিন  গত ১৭ বছরের জুলুম, নির্যাতন, মামলা-হামলা, গুম ও খুনের অবসান হয়েছে জুলাই-আগস্টের আন্দোলনে অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে। মানুষ স্বৈরাচার ও দুর্নীতিবাজ, পুলিশি ও লুটেরা সরকারের হাত থেকে মুক্তি পেয়েছেন। পালিয়ে যাওয়া লুটেরা সরকার চৌদ্দগুষ্টি মিলে দেশের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দলীয়করণে এমন একটা পর্যায়ে তারা নিয়ে গিয়েছেন প্রধান বিচারপতি থেকে শুরু করে শৌচাগার পর্যন্ত সব স্তরে স্তরে তারা দলীয়করণ করেছেন।
মঙ্গলবার (২৯এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং আমড়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ ইয়াসিন এসব কথা বলেন।
হাজী ইয়াছিন বলেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এক সময় বলেছিলেন শেখ হাসিনা পালায় না। অথচ জুলাই-আগস্টে জনগণের আন্দোলনের মুখে পড়ে এমন পালান পালিয়েছেন নেতাকর্মীদেরকে ফেলে শেখ হাসিনা পালিয়েছেন বন্ধুর দেশে। পালিয়ে গেলেও এ দেশে শেখ হাসিনার বিচার হবে। অসংখ্য সেনা অফিসার হত্যা, অসংখ্য মানুষের গুম, খুন এবং লাখ-লাখ কোটি কোটি টাকা লুটপাটের বিচার করতে বাংলাদেশে শেখ হাসিনাকে আনা হবে। এটাই বলছেন বর্তমান সরকার।
তিনি আরও বলেন, মানুষ এখন চায় একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ একটি নির্বাচন। যেন ১৭ বছরের ভোটবঞ্চিত জনগণ একটি উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তার পছন্দের দলকে ক্ষমতায় আনতে পারেন। ইনশাআল্লাহ সব সময় দেশের কল্যাণে কাজ করা বিএনপি আগামী নির্বাচনে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে।
ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলার বিএনপি'র আহবায়ক রেজাউল কাইয়ুম।
আমড়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি নেতা বদিউল আলম মোহন সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদর্শ সদর উপজেলার বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ৪নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ কামাল, আমড়াতলী ইউনিয়ন বিএনপি নেতা আবু নিয়াজ মাহমুদ সোহেলসহ নেতৃবৃন্দ।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টারনা সরালে ব্যবস্থা
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২