গত
১৯শে এপ্রিলডালাসের আইরভিং এলাকার উঋড ঋধসরষু ঈযঁৎপয-এ গ্রেটার কুমিল্লা
সোসাইটি অব টেক্সাস (ঞঈঝ) এর আয়োজনে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব
অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩০০-এরও অধিক প্রবাসী কুমিল্লাবাসী এবং তাঁদের
পরিবার সদস্যরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই আয়োজনে ছিল সাংস্কৃতিক
অনুষ্ঠান, খেলাধুলা, র্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও দুপুরে
সু-স্বাদু খাবারের ব্যবস্থা। সকল বয়সের মানুষের জন্য ছিল নানা আয়োজন ও
বিনোদন- যা অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ এনে দেয়। আয়োজক কমিটির
সদস্যরা নিখুঁত পরিকল্পনা ও আন্তরিকতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
বর্ণিল
আন্দমুখর এ আয়োজনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় আয়োজক কমিটির সদস্যএ
কে এম তাউহিদ সারওয়ার, রাফি হায়দার, শেখ সালাউদ্দিন, মোহাম্মাদ এম হক,
মোসলেহ উদ্দিন ভুইয়া, সায়েদ ইসলাম এবং মোহাম্মাদ কে হাসান-কে। যাঁদের
অক্লান্ত পরিশ্রম ও নিবেদন ছাড়া এই আয়োজন সম্ভব হতো না।
গ্রেটার
কুমিল্লা সোসাইটি অব টেক্সাস (ঞঈঝ)-এর এমন সুশৃঙ্খল আয়োজন কমিউনিটির মধ্যে
বন্ধন আরও দৃঢ় করেছে। ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন
উপস্থিত অতিথিরা।