মোহাম্মদ আবদুর রহিম:
কুমিল্লার
লাকসাম উপজেলার গোবিন্দপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের
অভিযোগে এক ডিলারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার
দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ থেকে খবর পেয়ে ওই নেতার বাড়ি থেকে
৩৫০ কেজি চাল উদ্ধারের পর তাকপ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত রবিউল হোসেন (৪২) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির
সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কিছুদিন পূর্বে সেই কমিটি বিলুপ্ত
করা হয়। তিনি রবিউল গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার প্রয়াত
সফিউল্লাহর ছেলে।
জানা গেছে, বুধবার রাতে সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি
নাম্বার থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা উপজেলা প্রশাসনের একটি দল গোবিন্দপুর
ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব ডিলার রবিউল হোসেনের বাড়িতে
অভিযান চালায়। এ সময় তার এক স্বজনের ঘর থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। পরে রাত ১১টার দিকে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি রবিউল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেন।
স্থানীয় সূত্র জানায় , বুধবার সন্ধ্যার দিকে বিএনপি নেতা ডিলার
রবিউল তার দুঃসম্পর্কের এক চাচির ঘরে অনেকগুলি বস্তা ভর্তি চাল রেখে যান ।
বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। এ
সময় চাল পরিবহন করা রিকশাচালক সফিকুর রহমানকে আটক করেন এলাকাবাসী। পরে
ইউএনও ঘটনাস্থলে গিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির স্থানীয় ডিলার রবিউলকে ডেকে
আনেন। পরে জিজ্ঞাসাবাদে রবিউল চাল বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের
উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত হন ইউএনও।
লাকসাম উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে
ডিলার রবিউল হোসেন চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে আসার বিষয়টি
স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁর ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।