
দুর্দান্ত
ব্যাটিংয়ের পর বল হাতেও স্কটল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে
বাংলাদেশ। ফলে ১১০ রানেই ৭ উইকেট হারিয়ে বসে নিগার সুলতানা জ্যোতিদের
প্রতিপক্ষরা। সেই বিপর্যয় সামলে স্কটল্যান্ড মেয়েদের ওয়ানডে ক্রিকেট
ইতিহাসে অষ্টম উইকেটে রেকর্ড ১১৫ রানের জুটি গড়ে। তবে জয়ের জন্য সেটি
যথেষ্ট ছিল না। অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারের ৪ উইকেট শিকারের সুবাদে
বিশ্বকাপ বাছাইয়ে ৩৪ রানে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ।
লাহোরের
ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন (মঙ্গলবার) টস জিতে আগে ব্যাট করতে নামে
টাইগ্রেসরা। অধিনায়ক জ্যোতির ৮৩ রানের ঝোড়ো ইনিংস এবং ফারজানা হক পিংকী ও
শারমিন আক্তার সুপ্তার ফিফটির সুবাদে তারা নির্ধারিত ওভারে ২৭৬ রান তোলে।
যা ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ রান। জবাবে রান তাড়ায় নির্ধারিত ৫০
ওভারে ৯ উইকেটে স্কটিশ মেয়েরা তোলে ২৪২ রান। অষ্টম উইকেটে তাদের রেকর্ড
জুটি না হলে আরও বড় হারই দেখতে হতো।
বাংলাদেশের বড় লক্ষ্য তাড়ায় ১২
রানেই ওপেনার আবি এইটকেনকে হারায় স্কটল্যান্ড। এরপর ২৩ ও ৩১ রানের মাথায়
পড়ে আরও দুই উইকেট। মাঝে ৪৭ রানের একটি জুটি গড়েন স্কটিশ অধিনায়ক সারাহ
ব্রাইস ও অ্যাইলসা লিস্টার। ব্রাইস ৪২ এবং লিস্টার ১৮ রান করে আউট হন। ওই
সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১০ রানেই ৭ জন নেই স্কটল্যান্ডের। প্রায়
নিশ্চিত হারের পথে থাকা স্কটিশদের জন্য ওই মুহূর্তে কেবল ব্যবধান কমানোই
ছিল বড় কিছু।
তবে ঠিকই হয়তো প্রিয়ানাজ চ্যাটার্জি ও র্যাচের
স্ল্যাটারের জুটি জয়ের প্রায় অসম্ভব দেখাতে শুরু করে স্কটল্যান্ডকে। দুজনের
ব্যাটেই সমান ৬১ রান করে এসেছে। প্রিয়ানাজের বিদায়ে ভাঙে মেয়েদের ওয়ানডেতে
অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের এই জুটি। এর আগে এই উইকেটে সর্বোচ্চ ৬০ রানের
জুটি ছিল দুই শ্রীলঙ্কান ব্যাটারের। শেষদিকে অলআউট হওয়াই কেবল আটকাতে
পারে স্কটল্যান্ড।
বাংলাদেশের পক্ষে ৪০ রানে সর্বোচ্চ ৪টি উইকেট দখলে
নিয়েছেন নাহিদা আক্তার। এ ছাড়া জান্নাতুল ফেরদৌস সুমনা ২ এবং মারুফা আক্তার
ও রাবেয়া খান একটি করে শিকার ধরেন।
এর আগে ৫৯ বলে সর্বোচ্চ ৮৩ রানের
অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি। প্রথম ম্যাচে
সেঞ্চুরির পর বাংলাদেশ অধিনায়ক পরের দুটি ম্যাচেই পঞ্চাশোর্ধ রান করেছেন। এ
ছাড়া ফারজানা পিংকী ও শারমিন সুপ্তার সমান ৫৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে
৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৬ রান। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২টি
উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস