ফেডারেশন কাপে আজ (মঙ্গলবার) দ্বিতীয় কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংস ২-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ গোলে ড্র। পরে অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলায় কিংস এক গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম লিখিয়েছে।
টানা পাঁচ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চলতি মৌসুম মোটেই ভালো যাচ্ছে না। মধ্যবর্তী দলবদলে বিদেশি খেলোয়াড় বদল করেও তারা চিত্রটা বদলাতে পারেনি। ফেডারেশন কাপের কোয়ালিফায়ার ও লিগের ম্যাচে যথাক্রমে আবাহনী ও মোহামেডানের বিপক্ষে হেরেছে পাঁচ দিনের ব্যবধানে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জের বিপক্ষে হারলে ফাইনাল খেলার সুযোগ ছিল না গত আসরের চ্যাম্পিয়নদের। কাগজে-কলমে বসুন্ধরা কিংস এগিয়ে থাকলেও রহমতগঞ্জ কিংস অ্যারেনায় লড়েছে সমানে সমান। প্রথমার্ধে ম্যাচটি গোলশূন্য ছিল।
৭৫ মিনিটে গাম্বিয়ান সলোমন কিং রহমতগঞ্জকে লিড এনে দেন। নবীব নেওয়াজ জীবন ডান প্রান্ত থেকে পাস দেন বক্সের মধ্যে। কিংসের ডিফেন্ডাররা এতে পরাস্ত হন। সলোমন কিং গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের পাশ দিয়ে বল জালে পাঠান। রহমতগঞ্জের গোল উৎসব অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পরই কিংস সমতা আনে। ক্রস থেকে বক্সের মধ্যে দুর্দান্ত হেড করে খেলায় ফেরান সাদ উদ্দিন। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে দুই দলই গোলের চেষ্টা করেছে। ওই সময়ের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের একপর্যায়ে কিছুক্ষণ খেলা স্থগিত থাকে। রহমতগঞ্জের গোলরক্ষক বিপু গোল পোস্ট ছেড়ে ডাগআউটের সামনে এসে আপত্তি জানান। দর্শকদের শান্ত করার উদ্যোগ নেন কিংসের ফুটবলাররা। এরপর পুনরায় খেলা শুরু হওয়ার মিনিট দু’য়েকের মধ্যে কিংস গোল পায়। ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রসে বদলি ফুটবলার ইনসান হেড করে বল জালে পাঠান। ১১২ মিনিটে ইনসানের গোলেই ফাইনালে উঠে কিংস।
আর্জেন্টাইন ফুটবলার ল্যাসকানোর পরিবর্তে ইনসান অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষদিকে মাঠে নামেন। খেলতে নামার কিছুক্ষণ পরই গোল পেয়ে যান তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করায় জার্সি খুলে উদযাপন করেন ইনসান। এতে হলুদ কার্ড পেলেও তার কোনো আক্ষেপ ছিল না। দল যে ফাইনালে উঠেছে।
কিংস অ্যারেনায় আজকের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। রেফারি জালাল উদ্দিন শক্ত হাতেই ম্যাচ পরিচালনা করেছেন। যদিও অতিরিক্ত সময়ের শেষদিকে রহমতগঞ্জকে করা কিংসের একটি ফাউলের জন্য পেনাল্টি না দেওয়ায় সমালোচনা চলছে ফুটবলাঙ্গনে। কিংসের সাদ উদ্দিন দুর্দান্ত খেলায় ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন। ২২ এপ্রিল ময়মনসিংহে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ফাইনালে মুখোমুখি হবে।