শুক্রবার ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
সুপার লিগ খেলবে কোন ৬ দল, রেলিগেশন লিগ খেলবে কারা
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১২:৩৮ এএম আপডেট: ১৪.০৪.২০২৫ ২:৩৪ এএম |


 সুপার লিগ খেলবে কোন ৬ দল, রেলিগেশন লিগ খেলবে কারা


শেষ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের রাউন্ড রবিন লিগের খেলা। ১২ দলের আসরে মাঠের লড়াই শেষে ৬ দল জায়গা করে নিয়েছে সুপার লিগে। আগামী ১৬ এপ্রিল শুরু হবে সুপার সিক্সের লড়াই।
আগেই জানা, পয়েন্ট সমান (১১ খেলা ৯ জয় ও ২ পরাজয়ে ১৮) হলেও প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে মোহামেডান। সাদা-কালোদের চির প্রতিদ্বন্দ্বী আকাশী-হলুদ জার্সির আবাহনী দ্বিতীয়।
বাকি ৪ দল কারা? তাও মোটামুটি গতকাল ১২ এপ্রিলই বোঝা যাচ্ছিল। দল জানা হলেও তাদের অবস্থান নিশ্চিত ছিল না। বিশেষ করে গাজী গ্রুপ, লিজেন্ডস অব রুপগঞ্জ ও অগ্রণী ব্যাংকের কোন দল কত নম্বরে থেকে সেরা ছয়ে খেলবে? তা নির্ভর করছিল আজ রোববার শেষদিনের খেলার ওপর।
আজ শেষ দিনে নিজ নিজ খেলায় জিতে গাজী গ্রুপ ও অগ্রণী ব্যাংক অবস্থান উন্নত করে ফেলেছে। আর অগ্রণী ব্যাংকের কাছে বড় ব্যবধানে হেরে ৬ নম্বর হয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ।
এখন পয়েন্ট টেবিলের ৬ দলের সর্বশেষ অবস্থান দাঁড়ালো মোহামেডান প্রথম। আবাহনী দ্বিতীয়, গাজী গ্রুপ (১৬ পয়েন্ট) তৃতীয়, গুলশান (১৫ পয়েন্ট) পেয়ে চতুর্থ, অগ্রণী ব্যাংক (১৪ পয়েন্ট), পঞ্চম ও লিজেন্ডস অব রুপগঞ্জ (১৩ পয়েন্ট) ষষ্ঠ।
অনেক তারার দল প্রাইম ব্যাংক ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে ৭ নম্বরে থেকে লিগ শেষ করলো। প্রাইম ব্যাংকের ঠিক পিছনে অষ্টম স্থানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ৭ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে রুপগঞ্জ টাইগার্স। মাঝের ৩ দল প্রাইম ব্যাংক, ধানমন্ডি ও রুপগঞ্জ টাইগার্স রেলিগেশন লিগ এড়িয়ে থাকলো নিরাপদে। তবে নিরাপদ নয় তারপরের তিন দল পারটেক্স (৬ পয়েন্ট নিয়ে দশম) ব্রাদার্স ইউনিয়ন (৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বর) ও শাইনপুকুর (২ পয়েন্ট নিয়ে ১২ নম্বর)।
এই ৩ দলকে রেলিগেশন লিগ খেলতে হবে। সুপার লিগের মত রেলিগেশন লিগেও প্রথম লিগের পয়েন্ট ধরা হবে। তাই সংগ্রহে মাত্র ২ পয়েন্ট থাকা শাইনপুকুরের নেমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।













সর্বশেষ সংবাদ
দেবিদ্বারে রুবেল হত্যা মামলা আসামী কাউছার গ্রেপ্তার
কারাগারে আইভী
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
কুমিল্লায় আন্তর্জাতিক ফ্লাইট থেকে আয় হলেও চালু হচ্ছে না অভ্যন্তরীণ রুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২