শেষ
হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের রাউন্ড রবিন লিগের খেলা। ১২ দলের আসরে
মাঠের লড়াই শেষে ৬ দল জায়গা করে নিয়েছে সুপার লিগে। আগামী ১৬ এপ্রিল শুরু
হবে সুপার সিক্সের লড়াই।
আগেই জানা, পয়েন্ট সমান (১১ খেলা ৯ জয় ও ২
পরাজয়ে ১৮) হলেও প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে মোহামেডান।
সাদা-কালোদের চির প্রতিদ্বন্দ্বী আকাশী-হলুদ জার্সির আবাহনী দ্বিতীয়।
বাকি
৪ দল কারা? তাও মোটামুটি গতকাল ১২ এপ্রিলই বোঝা যাচ্ছিল। দল জানা হলেও
তাদের অবস্থান নিশ্চিত ছিল না। বিশেষ করে গাজী গ্রুপ, লিজেন্ডস অব রুপগঞ্জ ও
অগ্রণী ব্যাংকের কোন দল কত নম্বরে থেকে সেরা ছয়ে খেলবে? তা নির্ভর করছিল
আজ রোববার শেষদিনের খেলার ওপর।
আজ শেষ দিনে নিজ নিজ খেলায় জিতে গাজী
গ্রুপ ও অগ্রণী ব্যাংক অবস্থান উন্নত করে ফেলেছে। আর অগ্রণী ব্যাংকের কাছে
বড় ব্যবধানে হেরে ৬ নম্বর হয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ।
এখন পয়েন্ট
টেবিলের ৬ দলের সর্বশেষ অবস্থান দাঁড়ালো মোহামেডান প্রথম। আবাহনী দ্বিতীয়,
গাজী গ্রুপ (১৬ পয়েন্ট) তৃতীয়, গুলশান (১৫ পয়েন্ট) পেয়ে চতুর্থ, অগ্রণী
ব্যাংক (১৪ পয়েন্ট), পঞ্চম ও লিজেন্ডস অব রুপগঞ্জ (১৩ পয়েন্ট) ষষ্ঠ।
অনেক
তারার দল প্রাইম ব্যাংক ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে ৭ নম্বরে থেকে লিগ শেষ
করলো। প্রাইম ব্যাংকের ঠিক পিছনে অষ্টম স্থানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ৭
পয়েন্ট পেয়ে ৯ নম্বরে রুপগঞ্জ টাইগার্স। মাঝের ৩ দল প্রাইম ব্যাংক,
ধানমন্ডি ও রুপগঞ্জ টাইগার্স রেলিগেশন লিগ এড়িয়ে থাকলো নিরাপদে। তবে নিরাপদ
নয় তারপরের তিন দল পারটেক্স (৬ পয়েন্ট নিয়ে দশম) ব্রাদার্স ইউনিয়ন (৫
পয়েন্ট নিয়ে ১১ নম্বর) ও শাইনপুকুর (২ পয়েন্ট নিয়ে ১২ নম্বর)।
এই ৩ দলকে
রেলিগেশন লিগ খেলতে হবে। সুপার লিগের মত রেলিগেশন লিগেও প্রথম লিগের
পয়েন্ট ধরা হবে। তাই সংগ্রহে মাত্র ২ পয়েন্ট থাকা শাইনপুকুরের নেমে যাওয়ার
সম্ভাবনা অনেক বেশি।