প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:৩৩ পিএম |

ইসমাইল নয়ন।। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
কুমিল্লা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে ৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানার মামলা নাম্বার ৭ তারিখ ১৯ আগস্ট ২০২৪ এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের মৃত্যু আব্দুস সালামের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তাকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।