আমার ছোট্ট সোনামানিক, পুতুল খেলা
ছেড়ে উঠে গেলি কোথায়, আগে দুহাত বাড়িয়ে দিলে ঝাঁপিয়ে পড়তিস বুকে। এখন দু
হাত আকাশের দিকে বাড়িয়ে দিই, তোর তো নাগাল পাইনে। আমার সমস্ত আকাশ, বাতাস,
বৃষ্টি, তোর সঙ্গেঁ একাকার হয়ে মিশে গেছে আজ।
আছিয়া, আমার সোনা কতটা
কষ্ট পেয়েছিলি তুই, অপমানের, লাঞ্ছনার পশুত্বের বিকৃত চেহারা দেখতে দেখতে
কাকে চিৎকার করে ডেকেছিলি তুই, আল্লাহ্ কে না আমাকে। আজ তোর সেই দুঃসহ
যন্ত্রনার কথা ভেবে বিশে^র প্রতিটি মায়ের ভালোবাসা বিদীর্ন হয়ে যাচ্ছে।
মাগো, তোর প্রতিটি নিষ্পাপ কোমল অঙ্গ ফালাফালা হওয়ার সঙ্গেঁ সঙ্গেঁ আমাদের
চেতনা, আমাদের বিবেক, আমাদের মাতৃত্বের গর্বও টুকরো টুকরো হয়ে যাচ্ছিল।
আমি
আজ প্রতিটি ধর্ষিতা কন্যার কাছে মা হয়ে ক্ষমাপ্রার্র্থী। এমন একটা নপুংসক
সমাজে আমরা তোদের সুরক্ষা নিশ্চিত করতে পারিনি। তোর কাছে মা হয়ে আমি
অপরাধী।
পুতুল খেলা, মাটির হাঁড়িপাতিল দিয়ে রান্নাবাটি খেলা, বুকে কলসী
নিয়ে পুকুরে সাঁতার কাটা অবোধ শিশু দেখেনি জীবনের অন্ধকার, পাশবিক, নৃশংস
কদর্য দিকটা। এদেশে একটা মেয়ে হয়ে জন্মানো যে কতটা অপরাধ তোর প্রতিটি
রক্তবিন্দু দিয়ে তা প্রমাণ করে গেলি।
ভাই হয়ে, বাবা হয়ে যাদের পাশে
দাঁড়ানোর কথা, যাদের ধর্ম রক্ষা করা, যাদের কর্তব্য মাথায় ছায়া হয়ে
দাঁড়ানোর, তারাই যদি নরক থেকে বেরিয়ে আসা রাক্ষস হয়ে দাঁড়ায় তাহলে মেয়েদের
সেই অসহায়ত্বের বিচার করবে কে ?
এখন বোধহয় সময় হয়েছে রুখে দাঁড়াবার।
লজ্জাভয় ত্যাগ করে সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সমস্ত নারীজাতিকে এ
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিনানুমতিতে অঙ্গঁ স্পর্শ সম্পর্কে
প্রতিটি মেয়ের সতর্ক থাকার শিক্ষা নিতে হবে শিশু বয়স থেকেই। দুর্ভাগ্যক্রমে
তেমন ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গেই অভিভাবক এবং প্রশাসনকে প্রয়োজনীয়
ব্যবস্থা নিতে হবে কঠোরভাবে। লোক লজ্জার ভয়ে অভিভাবকের চুপ থাকা হবে
দন্ডনীয় অপরাধ। প্রত্যেককে হতে হবে সংবেদনশীল। অপমান নয়, দিতে হবে সমবেদনা
সম্মানের সঙ্গেঁ।
মহাভারতে দ্রৌপদী যুধিষ্টিরকে বলেছিলেন ঃ ‘
মহারাজ, বিধাতা প্রাণিগণ কে মাতাপিতার দৃষ্টিতে দেখেন না, তিনি রুষ্ট ইতর
জনের ন্যায় ব্যবহার করেন।’
‘ইশ^র জীব দ্বারাই জীবহিংসা করেন।’
ইশ^রের নির্দেশেই নাকি সব কিছু এবং তিনি নাকি পরম দয়াবান।
সত্যিই কি তাই!!!
আজ
কবরের অন্ধকার থেকে তুই কি অনুভব করতে পারছিস আমার মত মায়েদের মর্মান্তিক
যন্ত্রনা, শুনতে পারছিস তোর মত অপাপবিদ্ধ শিশুদের নিষ্ফল আর্তনাদ আর
বাকসর্বস্ব সমাজের সোচ্চার প্রতিশ্রুতি?
আছিয়া মা আমার, একদিন নিশ্চয়ই তোর সঙ্গেঁ ইশ^রের দেখা হবে। সেদিন অবশ্যই জেনে নিস কী ছিল তোর অপরাধ!!
সুনন্দা কবীর