শুক্রবার ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
চলে গেলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা ক্রিকেটার সৈয়দ আবিদ আলী
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:২৬ এএম আপডেট: ১৪.০৩.২০২৫ ১:২৯ এএম |


  চলে গেলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা ক্রিকেটার সৈয়দ আবিদ আলী
মিডিয়াম পেসার, এটাই ছিল তাঁর মূল পরিচয়। তবে সৈয়দ আবিদ আলী নামটা শুনলেই সেই পরিচয় ছাপিয়ে সামনে চলে আসে তাঁর দুর্দান্ত ফিল্ডিং ও ক্ষিপ্র গতির রানিং বিটুইন দ্য উইকেটের কথা। ফিল্ডিংয়ে ‘সময়ের চেয়ে এগিয়ে থাকা’ ভারতের সাবেক এই ক্রিকেটার আর নেই। ১৯৬৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলা এই ক্রিকেটার বুধবার ৮৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন।
আবিদ আলীর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটা এসেছিল ১৯৭১ সালে ওভালে। বল হাতে নয়, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়সূচক রানটা এসেছিল তাঁর ব্যাট থেকেই। আবিদ আলী স্কয়ার কাট করতেই জয়ের উল্লাসে হুড়মুড়িয়ে মাঠে ঢুকে পড়েছিল হাজারো ভারতীয় সমর্থক। সিরিজে শেষ সেই ম্যাচটা জিতে তিন ম্যাচের সিরিজটা জিতে নেয় ভারত। ইংল্যান্ডের মাটিতে ভারতের সেটিই ছিল প্রথম সিরিজ জয়।
ভারতের ওয়ানডে ইতিহাসের প্রথম পাঁচটি ম্যাচই খেলা আবিদ আলী ছিলেন ১৯৭৫ বিশ্বকাপের দলে। বিশ্বকাপে ভারতের প্রথম ছক্কাটি এসেছে তাঁর ব্যাট থেকেই। ২৯ টেস্টের ক্যারিয়ারে মাত্র ৪৭টি উইকেট পেলেও শুরুটা ছিল দুর্দান্ত। ১৯৬৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসেই ৬ উইকেট পেয়ে যান। টেস্ট অভিষেকে ভারতের কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড হিসেবে এখনো টিকে আছে যা।
টেস্টে বোলিংয়ের চেয়ে আবিদ আলীর ব্যাটিং পরিসংখ্যানটাই বেশি ঝলমলে। অভিষেক টেস্টের পর আর কখনোই ৫ উইকেটে দেখা না পাওয়া আবিদ আলী এই সংস্করণে ৬ ফিফটিতে করেছেন ১০১৮ রান। ৬ ফিফটির দুটিই আবার অভিষেক সিরিজের সিডনি টেস্টে পেয়েছেন আবিদ আলী। ওপেনিংয়ে নেমেই ফিফটি দুটি পেয়েছিলেন তিনি।
    একবার নিউজিল্যান্ডের বিপক্ষে বল করার সময় থ্রোইংয়ের কারণে নো বলের সংকেত শোনেন তিনি। ইচ্ছে করেই সেটি করেছিলেন আবিদ আলী। সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে নিউজিল্যান্ডের গ্যারি বার্টলেট ৬ উইকেট নেওয়ার পরই প্রতিবাদ করে ওই কাণ্ড করেছিলেন।
টেস্টে ৩২টি ক্যাচ নেওয়া আবিদ আলীর ফিটনেসও ছিল ঈর্ষাজাগানিয়া। ইএসপিএনক্রিকইনফো তাঁর প্রোফাইলে লিখেছে, ‘আবিদ আলীর পা দুইটি স্প্রিন্টারের, দম ম্যারাথন দৌড়বিদের আর ইচ্ছাশক্তি ডেকাঅ্যাথলেটের। তাঁর ভাগ্য খারাপ, সময়ের চেয়ে ২০ বছর আগেই তিনি পৃথিবীতে এসেছিলেন। কার্যকর মিডিয়াম পেস, অসাধারণ ফিল্ডিং, ব্যাটিংক্রমের নিচের দিকের ব্যস্ত ব্যাটসম্যান যাঁকে দৌড়ে রান নিতে দেখলে মনে হতো অদৃশ্য স্কেটে চড়ে দৌড়াচ্ছে কেউ এ সবই বলে দেয় ওয়ানডে ক্রিকেটে খুব মানিয়ে যেতে তাঁর খেলার ধরন।’
সব মিলিয়ে বর্ণিল এক চরিত্রই ছিলেন আবিদ আলী। একবার নিউজিল্যান্ডের বিপক্ষে বল করার সময় থ্রোইংয়ের কারণে নো বলের সংকেত শোনেন তিনি। ইচ্ছে করেই সেটি করেছিলেন আবিদ আলী। সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে নিউজিল্যান্ডের গ্যারি বার্টলেট ৬ উইকেট নেওয়ার পরই প্রতিবাদ করে ওই কাণ্ড করেছিলেন।
২০ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২১২ ম্যাচে ৩৯৭ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩ সেঞ্চুরিতে ৮৭৩২ রান করা আবিদ আলী খেলার ছাড়ার পর কোচিংয়ে জড়িয়েছিলেন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যসহ গ্ৰেফতার ৩, অস্ত্র ও মাদক উদ্ধার
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
কুমিল্লায় আন্তর্জাতিক ফ্লাইট থেকে আয় হলেও চালু হচ্ছে না অভ্যন্তরীণ রুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২