সোমবার ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২
মন্দায় মুমূর্ষু আবাসন খাত
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১:৫২ এএম আপডেট: ১২.০৩.২০২৫ ২:১১ এএম |

মন্দায় মুমূর্ষু আবাসন খাত
দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে এমন খাতগুলোর মধ্যে আবাসন খাত একটি। সাম্প্রতিক সময়ে এই আবাসনশিল্পে বন্ধ্য পরিস্থিতি বিরাজ করছে। অথচ এই খাতটিকে ঘিরে দেশের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, বিনিয়োগ হয়েছে। এই খাত সংকটাপন্ন হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
দেশের আবাসন খাতকে ঘিরে নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রি-রোলিং মিল, সিমেন্ট, স্টিল মিল থেকে শুরু করে বেসরকারি খাতের অনেক শিল্প আবাসন খাতের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এসব খাতে অনেক কর্মসংস্থান হয়েছে। নতুন নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছিল, কিন্তু আবাসন খাত আজ রীতিমতো মুখ থুবড়ে পড়েছে।
সংশ্লিষ্ট শিল্পগুলোতেও দেখা দিয়েছে অচলাবস্থা। একদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সহায়তার অভাব, প্রবাসীদের বিনিয়োগ কমে যাওয়ায় আবাসন খাতে দেখা দিয়েছে শ্লথগতি। অন্যদিকে রয়েছে সেবা সহায়তা ও সুষ্ঠু নীতির অভাব।
পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থানে দেশে সবচেয়ে এগিয়ে থাকা আবাসন খাত এখন ক্রান্তিকাল পার করছে।
অর্থনীতির অন্যতম প্রধান এই খাতটিতে অচলাবস্থা চলছে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দার কারণে এই খাতজুড়ে চরম স্থবিরতা। নতুন বিনিয়োগ না হওয়া ও পুরনো প্রজেক্ট প্রায় অচল হয়ে থাকায় উদ্যোক্তারাও পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। অনেক কম্পানি পরিচালন খরচ মেটাতে লাভ না করেই প্লট-ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে। উদ্যোক্তারা বলছেন, অন্তত ৬০ শতাংশ ব্যবসা মন্দার কবলে।
এর ধাক্কা এসে লেগেছে আবাসন খাতের সঙ্গে জড়িত রড, সিমেন্টসহ অন্তত আড়াই শ উপখাতেও। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি আবাসন খাতের সঙ্গে ছোট-বড় অনেকগুলো শিল্প ও উপখাত জড়িত। এসব খাতেও অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় দেশের অর্থনীতিতেও গতির সঞ্চার হয়েছিল। আবাসান খাতের দুরবস্থার সঙ্গে সঙ্গে এ খাতের কর্মীদের জীবনযাপনও হুমকিতে পড়েছে।
দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখা খাতগুলো একটি অপরটির সঙ্গে জড়িত। একটি ক্ষতিগ্রস্ত হলে অন্যটিতেও তার প্রভাব পড়ে। অথচ উৎপাদন, বিপণন ও কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলা অনেক প্রতিষ্ঠানেরই আজ মুমূর্ষু অবস্থা হয়েছে। অনেক সম্ভাবনা নিয়ে বিনিয়োগ করে জাতীয় অর্থনীতিতে ২১ শতাংশ অবদান রাখার পরও শিল্প হিসেবে বিকশিত হতে পারেনি আবাসনশিল্প। বিকাশের পথ রুদ্ধ করে রেখেছে নানা প্রতিবন্ধকতা। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই আবাসনশিল্প কর্মসংস্থানেও বড় ভূমিকা রাখছিল। কিন্তু খাতটির দুরবস্থার সঙ্গে সঙ্গে শিল্পে কর্মরত জনবলের ওপরও আঘাত আসছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে এখন কর্মী ছাঁটাই শুরু হয়েছে অনেক শিল্প-কারখানায়। দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে।
বেসরকারি বিনিয়োগের পথ কণ্টকমুক্ত না হলে দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব হবে না। নতুন বিনিয়োগও আসবে না। দেশের অর্থনীতির স্বার্থে আবাসন খাতের বাধাগুলো দূর করা দরকার। এতে দেশের অন্যান্য শিল্প বিকশিত হওয়ার সুযোগ পাবে। আমাদের প্রত্যাশা, আবাসন খাতের স্থবিরতা দূর করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 












সর্বশেষ সংবাদ
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
শাহজালালে ৬ মাসে ১০ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ
কুমিল্লায় বোরো ধান কাটার উৎসব কৃষকের মুখে হাসি
চাপ প্রয়োগ করে মুক্তিযোদ্ধা সংসদের জমি দখলে নেন সাবেক এমপি বাহার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাপ প্রয়োগ করে মুক্তিযোদ্ধা সংসদের জমি দখলে নেন সাবেক এমপি বাহার
পুলিশ হত্যা মামলা: শিশু আসামির বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা
ক্ষতিপূরণ চেয়ে ‘কুমিল্লা বাঁচাও’ কমিটির বিক্ষোভ সমাবেশ
মানব সেবায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ
ভয়-আতঙ্কে দিন কাটছে সেই গৃহবধূর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২