বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২
রিলেতে ৩২ বছরের রেকর্ড ভাঙলেন শিরিনরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ এএম আপডেট: ২০.০২.২০২৫ ১:৩১ এএম |


রিলেতে ৩২ বছরের রেকর্ড ভাঙলেন শিরিনরা

৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের শেষ দিনে আজ দুটি জাতীয় রেকর্ড হয়েছে। জাতীয় স্টেডিয়ামে ছেলেদের পোল ভল্টে সেনাবাহিনীর সৌরভ মিয়া ৪.৫০ মিটার উচ্চতা অতিক্রম করে ভেঙেছেন ২০০৬ সালে হুমায়ুন কবিরের করা রেকর্ড। একই দিন ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন শিরিন-নুসরাতরা।
১৯ বছর আগে জাতীয় অ্যাথলেটিকসের পোল ভল্ট ইভেন্টে ৪.৩৫ মিটার উচ্চতা অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন হুমায়ুন। আজ সৌরভ প্রায় দুই দশক পুরোনো রেকর্ডটি তো ভেঙেছেনই, ট্র্যাক ক্যারিয়ারে সোনাও জিতেছেন প্রথমবার।
তবে আনন্দের দ্বিগুণ উপলক্ষের দিনে হতাশাও ঝরল নরসিংদীর এই তরুণের কণ্ঠে, ‘এই ইভেন্টটা আমার প্রাণের সঙ্গে জড়িয়ে আছে। অনেক কষ্ট করেছি। যদিও আমাদের দেশে অ্যাথলেটদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। বিশেষ করে পোল ভল্টকে সেভাবে গুরুত্বও দেওয়া হয় না।’
একই দিন মেয়েদের ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে ৩ মিনিট ৫১ দশমিক ৬২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন নৌবাহিনীর চার অ্যাথলেট শিরিন আক্তার, নুসরাত জাহান, নাথেরা খাতুন ও সাবিয়া আল সোহা। আগের রেকর্ডটি ছিল ১৯৯৩ সালে ৩ মিনিট ৫৫ দশমিক ৫৫ সেকেন্ডে করা নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতার।
এদিকে দুই জাতীয় রেকর্ডের দিন ২০০ মিটার দৌড়ে দ্যুতি ছড়িয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার ও রাকিবুল হাসান। ছেলেদের ২০০ মিটারে জহির রায়হানকে হারিয়ে সোনা জিতেছেন রাকিবুল। ২০০ মিটারে যেটা তাঁর তৃতীয় সোনা। এর আগে ২০২২ ও ২০২৩ সালে টানা দুবার রাকিবুল এই ইভেন্টে প্রথম হয়েছিলেন। গত বছর অবশ্য চোটের কারণে অংশ নিতে পারেননি।
আজ জহির রায়হানকে হারাতে ২১ দশমিক ৩৯ সেকেন্ড সময় নেন নৌবাহিনীর রাকিবুল। আর মেয়েদের ২০০ মিটারে সুমাইয়া দেওয়ানের সঙ্গে দৌড়ে প্রথম হন ১৬ বার দ্রততম মানবী হওয়া শিরিন। সোনা জিততে শিরিনের লেগেছে ২৪ দশমিক ৭৪ সেকেন্ড। ২০১৪ সালে স্প্রিন্টের ২০০ মিটারে প্রথম সোনা জেতা শিরিন এ নিয়ে ১২ বার এই ইভেন্টে প্রথম হলেন।
এবার জাতীয় অ্যাথলেটিকসে বাংলাদেশ নৌবাহিনীর জয়জয়কার। ২১ সোনা, ১৭ রৌপ্য, ১২ ব্রোঞ্জসহ মোট ৫০টি পদক জিতেছে তারা। পদক তালিকার দুইয়ে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটদের অর্জন ১৯ সোনা, ১৯ রৌপ্য, ১৯ ব্রোঞ্জসহ ৫৭ পদক।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গোয়েন্দা সংস্থার সংস্কারের উদ্যোগ নিন
খালেদা জিয়ার তথ্যপ্রযুক্তি উদ্যোগের প্রশংসায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কলিন পাওয়েল
চৌদ্দগ্রামে ইউএনও'র কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায় শ্রমজীবী মানুষ
সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
ব্রাহ্মণপাড়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রথম দিনে কুমিল্লা অঞ্চল থেকে ৫টি আপিল দায়ের
জনগণই সিদ্ধান্ত নিবে দেশ কারা চালাবে
কুমিল্লায় প্রথমবার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অল্প খরচে আধুনিক এন্ডোস্কোপিক এডেনোটনসিলেকটমি
কুমিল্লার পুলিশ সুপারকে সরিয়ে দিতে বলেছে জামায়াত ইসলামী
বেদে সম্প্রদায়ের কষ্টের জীবন কনকনে শীতে খোলা আকাশের নিচে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২