রোববার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১
২০ বছর পর নবীনগরে জামায়েতের কর্মী সম্মেলন
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৭ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ‘আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই’-এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ ২০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলাদেশ জামায়েতে ইসলামী নবীনগর পৌরসভা ও উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্ম পরিষদের সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর আমির মোহাম্মদ আবদুল জাব্বার। তিনি বিগত আওয়ামী ফ্যাসিস্ট  সরকারের সমালোচনা করে বলেন, দিনের ভোট রাতে যারা করেছে তাদেরকে আর সুযোগ দেওয়া যাবেনা, হাসিনাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। স্বৈরশাসকের আর ক্ষমতায় আসতে দেওয়া হবেনা। হাসিনার প্রেতাত্মাদের সরিয়ে এবং খুনি হাসিনার বিচার শেষ করে তারপর নির্বাচন দিতে হবে। রাষ্ট্রীয় সংস্কার শেষে তারপর নির্বাচন। তিনি আরো বলেন, আবারও চাঁদাবাজের আবির্ভাব ঘটেছে। ৫ আগস্টের পর ভেবেছিলাম আর কোন চাঁদাবাজ থাকবে না। আর কোন সন্ত্রাসবাদ থাকবে না। কিন্তু বিভিন্ন জায়গায় সেই চাঁদাবাজ, হুমকিবাজ মামলাবাজ সন্ত্রাসবাদদের  খুঁজে পাওযয় যায়। এসব জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামের দুই দুজন মন্ত্রী ছিলেন। তাদের কোন অন্যায় দুর্নীতি খুঁজে পায়নি।  জামায়াত ক্ষমতায় আসলে নারীদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করবে।
মজলুম জননেতা আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, দ্রুত জামায়াতের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। দুর্নীতিমুক্ত দেশ ও রাষ্ট্র গঠন করতে চাইলে জামায়াতে ইসলামকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করুন।
নবীনগর পৌরসভার আমীর মোঃ মোখলেছুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাময়েতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা'র সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বাংলাদেশ জাময়েতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা'র সদস্য ও সাবেক জেলা আমির কাজী নজরুল ইসলাম খাদেম,  বাংলাদেশ ল'য়ারস কাউন্সিল এর সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়ার  জামায়াতের সাধারণ সম্পাদক মোবারক হোসেন আকন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি মেসবাহ্ উদ্দিন নাঈম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীনগর পৌরসভা আমির গোলাম কিবরিয়া মোল্লা। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ও পৌরশাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাশারের সঞ্চালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, জাহাঙ্গীর জলিল, আবু হানিফ, হোসেন শিকদার, আমীর হোসেন প্রমুখ।













সর্বশেষ সংবাদ
বিদায় মাগফিরাত
ঈদযাত্রায় ৮ কিলোমিটারে ভোগান্তির শঙ্কা
কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণপাড়ায় হাজীজালাল উদ্দিন ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
চান্দিনায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হল সংস্কারে দরপত্র জমা পড়েছে মাত্র তিনটি
কুমিল্লায় বহুতল ভবনে আগুন, আহত ৫
এবার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; আটক ২
কুমিল্লা পলিটেকনিকের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলা
কুমিল্লায়হেফাজতে ইসলামের বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২