কুমিল্লার
চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু
হাসপাতাল দীর্ঘ ২৬ বছর ধরে অসহায় রোগীসহ সাধারণ মানুষকে চক্ষু চিকিৎসা সেবা
দিয়ে আসছে। হাসপাতালের প্রতিষ্ঠাতা ভার্ড কামালের ঐকান্তিক প্রচেষ্টায়
দেশি ও বিদেশী বিভিন্ন সংস্থার মাধ্যমে সহায়তা গ্রহণের মাধ্যমে সমাজের
অসহায় রোগীরা বেশি উপকৃত হচ্ছে।
জানা গেছে, ১৯৯৮ সাল থেকে ‘দৃষ্টি’
প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ৪টি শাখার মাধ্যমে এখন
পর্যন্ত সারাদেশে ১২ লাখ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এর
মধ্যে প্রায় ১০ লাখ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এছাড়া এখানে
সহজ উপায় এবং স্বল্প ব্যয়ে সাধারণ চক্ষু রোগীদের যাবতীয় চক্ষু
পরীক্ষা-নিরীক্ষাসহ অপারেশন সেবা কার্যক্রমও চলমান থাকায় সুবিধাভোগীসহ
সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে হাসপাতালটি। যার সুনাম ছড়িয়েছে পড়েছে দেশ
থেকে বিদেশেও।
এ বিষয়ে মঙ্গলবার ভার্ড কামাল চক্ষু হাসপাতালের
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল(ভার্ড কামাল) বলেন,
‘সেবার মানসিকতায় প্রতিষ্ঠিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালের রয়েছে
গৌরবোজ্জ্বল ইতিহাস ও অনন্য সকল অর্জন। এ অর্জনের স্বপ্নসারথী হতে পেরে
নিজেকে ধন্য মনে করছি। গরীব-অসহায় চক্ষুরোগীর পাশাপাশি সাধারণ রোগীদের
মানসম্মত সেবাপ্রদানেও প্রতিনিয়ত হাসপাতালটি ব্যাপক ভূমিকা পালন করছে।
দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সেবা প্রদানের
মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা আরো সমৃদ্ধ হবে এ প্রত্যাশায় সকলের দোয়া কামনা
করছি’।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী
বলেন, ‘ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে সমাজের দৃষ্টিহীন
মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’।