রোববার ২১ ডিসেম্বর ২০২৫
৭ পৌষ ১৪৩২
অধ্যক্ষ রউফের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৩ এএম আপডেট: ০৮.০২.২০২৫ ১:৫১ এএম |




  অধ্যক্ষ রউফের মৃত্যুবার্ষিকী পালিতনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. আবদুর রউফ ছিলেন সামাজিক মূল্যবোধসম্পন্ন এক অসাধারণ মানুষ। সমাজ, রাজনীতি ও শিক্ষাঙ্গনের আলোকবর্তিতা। এ শিক্ষাবিদের কর্মময় জীবনের প্রতিটি ধাপ সর্বক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে তাঁর ৯ম মৃত্যবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ। অনুষ্ঠানের আহবায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক আবু জাহেদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রয়াত অধ্যক্ষ মো. আবদুর রউফের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন- তিনি ছিলেন কুমিল্লার প্রথিতযশা রাজনীতিবিদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, পেয়েছেন শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পদক। তারপরও ছিলেন নিরহংকারী ব্যক্তিত্ব। সহকর্মীদের সব সময় সন্মান দিয়ে কথা বলতেন। রাজনীতিবিদ হলেও প্রতিষ্ঠানের প্রতি ছিলেন কর্তব্যপরায়ণ।। তারা তার বর্ণাঢ্য জীবনকে শ্রদ্ধাভারে স্মরণ করেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আবদুর রউফ ১৯৪৬ সালের ২২ আগস্ট কুমিল্লা নগরীর চকবাজারে জন্মগ্রহণ করেন। আর ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তার স্মরণে প্রতিবছরই কবর জিয়ারত, দোয়া মাহফিলের আয়োজন করছে তারঁ প্রিয় প্রতিষ্ঠানটি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
ওসমান হাদীর জীবন দান সার্থক হবে যদি বাংলাদেশে শোষণমুক্ত সমাজ গঠন হয়: এমদাদুল হক মামুন
অবৈধ দুই ইটভাটা বন্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবক ও বৃদ্ধার
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২