সাবেক
ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের আনন্দ আয়োজন-উল্লাসের মধ্য দিয়ে
কুমিল্লা আদর্শ উপজেলার সনামধন্য বিদ্যাপীঠ কুমিল্লা আমড়াতলী উচ্চ বিদ্যালয়
৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপন করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী)
সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য
দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন
করেন অতিথিগণ।
উদ্বোধন শেষে আনন্দের স্লোগানে চারপাশের পরিবেশ মুখর করে
তুলে সবাই। ৫০ বছর পূর্তি উপলক্ষে নিজস্ব ডিজাইনের টি-শার্ট ব্যবহার করে
প্রিয় এ প্রতিষ্ঠানটির প্রতি ভালোবাসা জানিয়েছেন হাজারো শিক্ষার্থী।
আলোচনা
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার
শীল, সাবেক প্রধান শিক্ষক আবদুল মালেক, এডিশনাল ডিআইজি (সিলেট মেট্রোপলিটন)
তোফায়েল আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অডিট সোহেল আহমেদ,
চট্রগ্রাম বন্দরের সাবেক সচিব আমিনুল ইসলাম, আফতাব গ্রুপের কর্মকর্তা কাজী
সাইদুল হক, ব্যবসায়ী খানে আলম প্রমুখ।
এর আগে প্রয়াত
শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন কবি শিপন হোসেন মানব, হেমা, মাহমুদুল হাসান,
শয়ন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন প্রফেসর আমিনুল ইসলাম, টিপু
সুলতান আরজু, রেজাউল মোর্শেদ, শওকত আলী, গোলাম মোস্তফা, মো: সবুজ, মো:
রাজিব, মেহেদী হাসান সজিব, ছোটন, সুমন, শাহাজাহান, সাজু, মো: জোবায়ের,
আনোয়ার, ওয়াজককুরুনী, মামুন প্রমুখ।
জানা গেছে, স্কুলের একটি গৌরবময়
সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এ কে এম সামসুল
আলম ১৯৭৩ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সাল পরবর্তী সময়ে, স্কুলের ভবন
ও অবকাঠামোগত উন্নয়ন শুরু হয় এবং শিক্ষা প্রদান পদ্ধতির উন্নয়ন ঘটানো হয়।