রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
ফিলিস্তিনের সমর্থনে পোস্ট করে চাকরি খোয়ানো সাংবাদিকের পাশে খাজা
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৫.০২.২০২৫ ২:২৩ এএম |


 ফিলিস্তিনের সমর্থনে পোস্ট করে চাকরি খোয়ানো সাংবাদিকের পাশে খাজা

গাজায় ইজরায়েলি দখলদারিত্ব ইস্যুতে ফিলিস্তিনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রিটুইট করে চাকরি খুইয়েছিলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার লালর। এবার তার পাশে দাঁড়ালেন অজি ক্রিকেটার উসমান খাজা। 
অস্ট্রেলিয়ান সাংবাদিক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর কাভার করার সময় এসইএন রেডিও তাকে ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেয়। তিনি জানান যে তাকে বরখাস্ত করার সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে যে তার 'রিটুইট করা পোস্টটি ভারসাম্যপূর্ণ এবং সংবেদনশীল নয়'।
প্রথম টেস্টের তৃতীয় দিনে কমেন্ট্রি করার সময় চ্যানেল থেকে কয়েকটি কল পেয়েছিলেন ওই সাংবাদিক এবং পরের দিন সকালে তাকে বরখাস্ত করা হয় বলে জানানো হয়েছিল। লালর তার বিবৃতিতে লিখেছেন, ‘আমাকে বলা হয়েছে আমার রিটুইটটা একপাক্ষিক ছিল। আর সেটা নাকি একপক্ষের জন্য স্পর্শকাতর বিষয়। সেই পক্ষই আমার বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে।’
এদিকে, ফিলিস্তিন ইস্যুতে সবসময় সরব উসমান খাজা এবার অস্ট্রেলিয়ান সাংবাদিককে বরখাস্ত করা নিয়েও প্রতিবাদ জানালেন। পাকিস্তানি বংশোদ্ভূত খাজা ইনস্টাগ্রামে লালরের পক্ষ নিয়ে লিখেছেন, ‘গাজার জনগণের পক্ষে দাঁড়ানো ইহুদি বিরোধী নয়। অস্ট্রেলিয়ায় আমার ইহুদি ভাই ও বোনদের সাথে এর কোনও সম্পর্ক নেই। তবে এটা ইজরায়েল সরকার এবং তাদের শোচনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল। এর সাথে ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয় জড়িত। দুর্ভাগ্যবশত ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সবসময় বিদ্যমান থাকবে। পিটার একজন ভালো মনের ভালো লোক। তার আরও ভালো কিছু প্রাপ্য।’
উল্লেখ্য, বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে অস্ট্রেলিয়া। সেখানে প্রথম টেস্টে দুরন্ত ব্যাটিং করেন উসমান খাজা। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৩৫২ বলে ২৩২ রান করেন তিনি। যার সুবাদে অস্ট্রেলিয়া ইনিংস এবং ২৪২ রানে টেস্ট জিতে নেয়।













সর্বশেষ সংবাদ
পবিত্র আশুরা আজ
বাঙ্গরায় ৩ হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৮
মোবাইল চুরি নিয়েথানায় অভিযোগের ক্ষোভ থেকেই মুরাদনগরে তিন খুন!
জামায়াত যেনতেন নির্বাচনচায় না
মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নকাণ্ড মাস্টারমাইন্ড শাহপরান কারাগারে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মুরাদনগরের তিনজনের নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা, গ্রেপ্তার দুই
জামায়াত যেনতেন নির্বাচন চায় না : কুমিল্লায় বললেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান
কুমিল্লার দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি শাহীন আলম
লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন- ড. রশিদ আহমেদ হোসাইনী
কাউকে না পেয়ে গ্রাম পুলিশ দিয়ে কবর খনন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২