রোববার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২
বিপিএলের ফাইনালে থাকছেন না শরফুদ্দৌলা
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ১৯.০১.২০২৫ ২:১৪ এএম |




  বিপিএলের ফাইনালে থাকছেন না শরফুদ্দৌলা

মাঠের তারকাদের ছাপিয়ে আলাদা একটা নজর আম্পায়ারের দিকে। ক্রিকেটের মঞ্চে এমন কিছু খুব কমই দেখা গিয়েছে। তবে কখনো কখনো মূল চরিত্রদের ছাপিয়ে শিরোনাম হয়ে যেতে পারেন খেলার নিয়ন্ত্রণ করা আম্পায়াররাও। বাংলাদেশের এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 
বাংলাদেশ জাতীয় দলে একসময় নিজে খেলেছেন। তবে আম্পায়ার হয়েই বেশি আলো কেড়েছেন তিনি। শরফুদ্দৌলা সৈকতের সাম্প্রতিক সময়টাও ছিল দারুণ। কদিন আগেই মেলবোর্ন টেস্টে ভারতের যশস্বী জয়সওয়ালকে আউট দিতে গিয়ে নিয়েছিলেন সাহসী এক সিদ্ধান্ত। স্নিকোমিটারে শব্দতরঙ্গ ধরা না পড়লে নিজের জাজমেন্ট থেকে ভারতীয় ব্যাটারকে দিয়েছিলেন আউট। মেলবোর্নে তার সিদ্ধান্ত পরবর্তীতে প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বোদ্ধাদের। 
আর সিডনি টেস্টে তার উপস্থিতি নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। ভারতের গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও ব্যস্ত ছিলেন সৈকতকে নিয়ে। তবে বাংলাদেশি আম্পায়ার সেখানেও ছিলেন নিখুঁত, নির্ভুল। এবারের বিপিএলেও পরপর দুদিন একের পর এক দারুণ সিদ্ধান্ত দিয়েছেন তিনি। 
তবে এতকিছুর পরেও চলমান বিপিএলের ফাইনালে সময়ের অন্যতম সেরা এই আম্পায়ারকে ধরে রাখতে পারছে না বিসিবি। ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে মাঠে থাকবেন সৈকত। যে সিরিজটায় প্রথম ও ৩য় ওয়ানডেতে মাঠে থাকবেন তিনি। 
৬ তারিখ প্রথম ওয়ানডে হবে নাগপুরে। সেখানে অনফিল্ড আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা সৈকত। ৯ তারিখের দ্বিতীয় ওয়ানডেতে তিনি টিভি আম্পায়ার। আর ১২ তারিখ আহমেদাবাদের তৃতীয় ওয়ানডে ম্যাচে ফের অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা সৈকত।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা অঞ্চলে ৫ বছরে বন্ধ হলো আঠারো জোড়া ট্রেন
কুমিল্লায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা মহানগরীর আহ্বায়ক কমিটি অনুমোদন
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার তিতাসে রাস্তার পাশ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
শিক্ষা-সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম’-এর দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুমিল্লায় হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কুমিল্লা অঞ্চলে ৫ বছরে বন্ধ হলো আঠারো জোড়া ট্রেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২