বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫
৮ ফাল্গুন ১৪৩১
বর্ণিল আয়োজনে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত
আবু সুফিয়ান।।
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ১৪.০১.২০২৫ ২:০১ এএম |

 বর্ণিল আয়োজনে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের একাদশ, ডিগ্রি (পাস) কোর্স ও অনার্স প্রথম বর্ষের নবীনবরণ সোমবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) কোর্স ও অনার্স প্রথম বর্ষের সহস্রাধিক শিক্ষার্থী। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়। সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নবীনদের পদচারণায় মুখর হয় অনুষ্ঠানস্থল। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং গানে গানে নবীনদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সিনিয়র শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহ্বায়ক শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি কাজী নাজিয়া হক।
প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজিয়া হক বলেন, একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে দরকার দক্ষ ও সুশিক্ষিত নাগরিক। অন্যথায় দেশ পিছিয়ে পড়ার শঙ্কা থাকে। এ বিষয়টি উপলব্ধি করেই নতুন প্রজন্মকে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন আগামীতে তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন শিক্ষার জন্য এসে সেবার জন্য বেরিয়ে যেতে হবে। কারণ অপরের প্রতি প্রীতি ও সৌহার্দ্যতা না থাকলে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ সৃষ্টি হয় রা। তাই শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ মাতৃকার কাজে আত্মনিয়োগ করতে হবে। অন্যথায় শিক্ষা কোনো কাজে আসবে না বলে তিনি মনে করেন। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ। তিনি বলেন পাঠে মনোযোগী হওয়ার পাশাপাশি সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি ছাত্র-শিক্ষকের সেতুবন্ধন আরও জোরালো করার তাগিদ দেন। আরও বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটরবৃন্দ। অনুষ্ঠানের শেষ অংশে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা উপভোগ করে।














সর্বশেষ সংবাদ
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে: মামুনুল হক
স্বচ্ছ ব্যালটে কাউন্সিলরদের ভোটে নির্বাচিতহবে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিএনপির জনসভায় চৌদ্দগ্রামের নেতাকর্মীদের বিশাল শোডাউন
লাকসামে বিএনপি মহাসচিবের জনসভা সফল করতে মনোহরগঞ্জে আনন্দ র‌্যালী
আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বস্তবায়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি থাকবেনা-আবুল কালাম
নাঙ্গলকোটে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২